চুল কাটিয়ে নাকি পয়সা দেননি ক্যারি! নাপিতের দাবি খারিজ স্মিথের,ভুল স্বীকার কুকের
শুভব্রত মুখার্জি: চলতি অ্যাশেজ সিরিজের লর্ডস টেস্টের পরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্কের যথেষ্ট অবনতি ঘটেছে। এমনকি এর প্রভাব পড়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও। লর্ডসে জনি বেয়ারস্টোকে যে উপায়ে অ্যালেক্স ক্যারি আউট করেছিলেন তা নিয়েই দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে। ২২ গজ হোক বা তার বাইরেও যেন এই বিতর্কের রেশ কাটতে চাইছে না। আর বিতর্ক উস্কে দেওয়ার মূল কারিগর, গোটা ঘটনার সবথেকে বড় ‘ভিলেন’ অ্যালেক্স ক্যারি এবার ফের একবার জড়ালেন বিতর্কে।
এবার তিনি বিতর্কে জড়ালেন মাঠের বাইরের এক ঘটনায়। লিডসে হচ্ছে তৃতীয় অ্যাশেজ টেস্টের খেলা। সেখানেই নাকি এক সেলুনে নিজের চুল কাটিয়ে পয়সাই দেননি ক্যারি। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগের দিন লিডসে নিজেদের চুল কাটাতে যান মার্নাস ল্যাবুশান, উসমান খোয়াজা, ডেভিড ওয়ার্নার এবং অ্যালেক্স ক্যারি। ধারাভাষ্য দেওয়ার সময়ে প্রাক্তন ইংরেজ ওপেনার অ্যালেস্টার কুক অন-এয়ার বিষয়টি সামনে আনেন। লিডসের ডক বার্নেটস বার্বার শপ নামক সেলুনে চুল কাটতে গিয়েছিলেন ক্যারি। তাঁর সঙ্গেই গিয়েছিলেন সতীর্থ মার্নাস ল্যাবুশান, ডেভিড ওয়ার্নার এবং উসমান খোয়াজা। অ্যাডাম মাহমুদ নামে একজন নাপিত সকলের চুল কাটেন। ল্যাবুশান এবং ওয়ার্নার নাপিতের সঙ্গে ছবিও তোলেন। তবে ক্যারি ছবি তুলতে চাননি। বাকি অজি ক্রিকেটাররা চুল কাটার পরে নাপিতের টাকা মেটালেও ক্যারি টাকাও দেননি বলে অভিযোগ। চুল কাটাতে ৩০ পাউন্ড খরচ পড়েছিল এক একজনের।
আরও পড়ুন:- World Cup 2023: পাঁচটি দলকে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে রাখলেন সৌরভ, কাদের উপর বাজি ধরলেন মহারাজ?
অ্যাডাম এক স্থানীয় সংবাদপত্রে জানিয়েছেন, ‘দোকান বন্ধ করার ঠিক আগে ওরা চারজন এসেছিল। আমরা চারজনের চুল কেটে দিই। তারপর অনেক মজা করি সকলে । কিন্তু বিল মেটানোর সময় ক্যারি জানায় ওঁর কাছে নাকি নগদ টাকা নেই! আর আমরা ক্রেডিট কার্ডে টাকা নিই না। যদিও আমাদের দোকানের সামনেই টাকা তোলার মেশিন অর্থাৎ এটিএম ছিল। তাছাড়া পাঁচ মিনিট দূরেই ক্যারির হোটেল। সেখান থেকেও টাকা নিয়ে আসতে পারত ক্যারি। কিন্তু ও জানিয়ে দেয় পরে টাকা ট্রান্সফার করে দেবে। হয়তো ভুলে গিয়েছে। কিন্তু সোমবারের মধ্যেও যদি টাকা না দেয় তাহলে আমি দুঃখ পাব।’
ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের দাবি, ডব্লুটিসি ফাইনাল খেলার পর থেকে চুলই কাটেননি ক্যারি।
অজি বোর্ডের আবার দাবি অস্ট্রেলীয় ক্রিকেটারের সঙ্গে যিনি চুল কাটতে গিয়েছিলেন, তিনি নাকি দলের অন্য একজন সদস্য, ক্যারি নন। চুল কাটার পরেই নাকি তিনি আন্তর্জাতিক ট্রান্সফারের মাধ্যমে টাকা দিয়ে দেন। সেই প্রমাণও তাঁদের কাছে রয়েছে।
আরও পড়ুন:- Duleep Trophy 2023: সময় নষ্ট করে দলীপের ফাইনালে উঠতে চেয়েছিল উত্তরাঞ্চল, সোশ্যাল মিডিয়ায় নিন্দা, ভুল দেখছেন না বিহারী
স্টিভ স্মিথও থ্রেডস অ্যাপে পোস্ট করে ঘটনার কথা অস্বীকার করেছেন। তিনি লিখেছেন, ‘আমি নিশ্চিতভাবে বলছি লন্ডনে আসার পর থেকে এখন পর্যন্ত চুল কাটায়নি ক্যারি। নিজেদের তথ্য আগে ঠিক কর দ্য সান।’
উল্লেখ্য দ্য সান পত্রিকা নাপিতের কথা তুলে ধরে এই বিষয়ে একটি আর্টিকেল ছাপিয়েছিল। সেখানে তারা বিবিসির ‘টেস্ট ম্যাচ স্পেশালে’ কুকের মন্তব্যও তুলে ধরেছিল। পরবর্তীতে কুক অবশ্য নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। তিনি ক্যারির কাছে দুঃখপ্রকাশ করে বলেছেন, ‘পরিচয়ের ভুলের জন্য এই ভুল তথ্য সামনে উঠে এসেছে। পরিচয়ের ভুলের জন্য যে ভুল হয়েছে তার জন্য আমি অ্যালেক্স ক্যারির কাছে ক্ষমা প্রার্থনা করছি।’ তবে ইংল্যান্ডের মানুষের কাছে কিন্তু ২২ গজ হোক বা তার বাইরে, ক্যারি এখন পুরোপুরি খলনায়কে পরিণত হয়েছেন।
For all the latest Sports News Click Here