চুলের মুঠি ধরে গোপাল তুলে দেয় ঘুম থেকে! যুবতীর অভিজ্ঞতায় হেসে খুন নেটপাড়া
জি বাংলায় গত বছরের শেষ দিক থেকে শুরু হয়েছে ঘরে ঘরে জি বাংলা। এই রিয়েলিটি শোতে বাংলার নানা প্রান্তের মানুষের নানা ধরনের কথা, অভিজ্ঞতা, জীবন যুদ্ধের গল্প শোনা যায়। মানুষের বাড়ি বাড়ি টিম নিয়ে পৌঁছে যান অপরাজিতা আঢ্য এবং বিশ্বনাথ বসু। তেমনই এদিন এই মহিলার বাড়ি গিয়েছিল ঘরে ঘরে জি বাংলার টিম।
জি বাংলার তরফে এদিন একটি রিলস পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে এক যুবতী তাঁর অনন্য অভিজ্ঞতার কথা অপরাজিতাকে জানাচ্ছেন।
তিনি তাঁর বক্তব্যের শুরুতেই বলেন তিনি খুব ঈশ্বর মানেন। একবার তিনি ঠিক করেন কোনও পুরোহিতকে দিয়ে নয়, তিনি নিজেই হোম করবেন। আর তখন সেই হোমের আগুনে নাকি তিনি দেবাদিদেব মহাদেবকে দেখতে পান। তিনি সেই ছবি তুলেও তাঁর মা, কাকিমাকে দেখান। তাঁরাও সেই অদ্ভুত দৃশ্য দেখেছেন বলেই দাবি করেন সেই যুবতী। অপরাজিতা বলেন, ‘এটা হয়। আমাদের বিশ্বাসেই আমরা তাঁদের নানা জায়গায় দেখতে পাই।’
এরপরই সেই যুবতী বলেন, ‘আমি গোপালের সঙ্গে ঘুমাই। আমায় একবার গোপাল চুলের মুঠি ধরে তুলে দিয়েছিল। কেন জানেন? সে বালিশের নিচে চলে গেছিল। আমি এগুলো খুব ফিল করি। অনেকেই হয়তো মানবেন না, তবে আমি খুব ঠাকুর মানি।’
আর তারপরই এই রিলের কমেন্ট সেকশন ট্রোল, কটাক্ষে ভেসে গিয়েছে। এক ব্যক্তি লেখেন, ‘আমি বোধহয় পাপী তাই অবয়ব দেখতে পেলাম না।’ আরেকজন লেখেন, ‘যজ্ঞের অধিকারী হলেন কী করে? আর গোপাল নিয়ে শোন মানে? এটা ভক্তি নিজ দুর্বুদ্ধি।’ অন্য এক ব্যক্তি লেখেন, ‘আপনি শিগগির ডাক্তার দেখান। মানসিক রোগে আক্রান্ত আপনি। চোখের হাবভাব ঠিকঠাক নয়।’
For all the latest entertainment News Click Here