চুমু, চুমু আর চুমু! রাজের সঙ্গে কাটানো একগুচ্ছ ঘনিষ্ঠ মুহূর্ত ভাগ করলেন শুভশ্রী
টলিউডের হট কাপল রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভালোবাসার দিনে বরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় রোম্যান্টিক পোস্ট শেয়ার করলেন শুভশ্রী। কতগুলো ছবির কোলাজ ভিডিয়ো বানিয়ে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সঙ্গে রোম্যান্টিক বার্তা।
একটা ছবিতে রাজের কাঁধে মাথা রেখেছেন তিনি। আরেকটা সামনে রাখা গোলাপ ফুলের বোকে। আধশোয়া হয়ে আছেন বরের কোলে। কখনও তিনি রাজের কপালে চুমু খাচ্ছেন তো রাজ চুমু খাচ্ছেন শুভশ্রীর গালে। কালো পোশাকে টুইনিং করে একটা হট ছবিও রয়েছে ভিডিয়োতে। ক্যাপশনে শুভশ্রী লিখলেন, ‘তোমার সঙ্গে সব দিনই ভালোবাসার দিন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে @rajchoco।’ হ্যাশট্যাগে জুড়েছেন ‘#loveonreels’।
কমেন্টে একজন লিখলেন, ‘খুব সুন্দর। একে-ওপরের পরিপূরক।’ আরেকজন লিখলেন, ‘রব নে বানা দি জোড়ি’।
২০১৮ সালে বিয়ে হয় এই তারকা জুটির। সেইসময় বেশ চুপচাপই বসেছিলেন বিয়ের পিঁড়িতে। আসলে তাঁর আর রাজের সঙ্গে মিমি চক্রবর্তীর নাম জড়িয়ে ত্রিকোণ প্রেমের কথা রটছিল। মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র এই নিয়েই চর্চা। তাই বিয়ের খবরে চমকে ছিলেন অনেকেই। তবে গত কয়েক বছরে ‘রাজশ্রী’ জুটি বুঝিয়েছেন তাঁরা একে-অপরের পরিপূরক। এরপর ২০২০ সালে দ্বিতীয় বিবাহবার্ষীকিতে দেন বাবা-মা হতে চলার খবর। সেপ্টেম্বরে তাঁদের কোল আলো করে আসে ইউভান। মা-বাবার মতোই বিখ্যাত এই খুদেও, এদিকে বয়স সবে আড়াই বছর।
আপাতত রাজ ব্যস্ত রয়েছে আবার প্রলয়ের শ্যুট নিয়ে। এই ছবি দিয়ে প্রযোজক হিসেবে হাতেখড়ি হবে শুভশ্রীর। সঙ্গে তাঁর ওয়েব ডেবিউ ইন্দুবালা ভাতের হোটেল-ও আসবে চলতি বছরেই। আপাতত তিনি ব্যস্ত ডান্স বাংলা ডান্স-এর শ্যুট নিয়ে। বিচারকের কুর্সিতে ছিলেন গত সিজনেও। গত বছর দর্শকদের উপহার দিয়েছেন ‘ধর্মযুদ্ধ’, ‘বিসমিল্লা’, ‘বৌদি ক্যান্টিন’, ‘হাবজি গাবজি’-র মতো ছবিতে দেখা গিয়েছে শুভশ্রীকে।
For all the latest entertainment News Click Here