‘চুমু খাওয়ার আর জায়গা পেলেন না?’ মিলিন্দের সাহস দেখে স্তম্ভিত ভক্তরা
মিলিন্দ সোমানকে মাঝে মধ্যে তাঁর ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে দেখা যায়। বাদ যান না তাঁর স্ত্রী অঙ্কিতাও। বিদেশ ভ্রমণ হোক বা কোনও কোনও রোম্যান্টিক ডেট, যেখানেই যান না কেন তাঁরা দুজন সেখানকারই বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এবার তাঁরা মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন, আর সেখানকারই ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে।
সম্প্রতি অঙ্কিতাকে সঙ্গে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন মিলিন্দ। সেখানকার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন এই ভারতীয় মডেল। এই ফোটো সিরিজের একটি বিশেষ ছবিতে নজর আটকালো সবার।
শুক্রবার, ১৯ মে মিলিন্দ তাঁর এবং অঙ্কিতার একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁদের স্কুবা ড্রাইভিং করতে দেখা যাচ্ছে। কিন্তু একি! স্কুবা ড্রাইভিং করতে করতেই স্ত্রীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন মিলিন্দ! সেই ছবি শেয়ার করে লিখলেন ‘ফার্স্ট কিস।’
ব্যাস এরপরই তাঁদের গুণমুগ্ধরা তাঁদের এই ছবির কমেন্ট সেকশন ভরিয়ে দেন নানা মিষ্টি কমেন্টে। এক ভক্ত লেখেন এভাবে জলের নিচে চুমু খাওয়ার জন্য অক্সিজেন মাস্ক খোলা ঠিক নয়। সেটার উত্তরে আরেক ব্যক্তি বলেন, ‘রিস্ক থাকলে তবেই না প্রেম থাকবে!’ অন্য এক নেটনাগরিক বললেন, ‘রিস্কি ভীষণই ব্যাপারটা। কিন্তু তবুও আপনাদের ভীষণ মিষ্টি লাগছে।’
এর আগে ২০১৯ হিউম্যানস অব বম্বেকে দেওয়া একটি সাক্ষাৎকারে অঙ্কিতা বলেছিলেন যে তাঁর আর মিলিন্দের আলাপ একটা টালমাটাল সময়ে হয়। তখন সবে তাঁর প্রাক্তন প্রেমিক মারা গিয়েছেন। সেই সময় মিলিন্দ তাঁকে মানসিক ভাবে অনেকটা সাহায্য করেছিলেন। নিয়মিত যোগাযোগ থাকত তাঁদের। প্রেমে পড়েন একে অন্যের। এরপর তাঁরা ৫ বছর সম্পর্কে ছিলেন। তারপর অবশেষে বিয়ে করেন। যদিও তাঁদের পরিবারের অনেকেই তাঁদের বিয়ে নিয়ে ভীষণই চিন্তিত ছিলেন বলে জানান অঙ্কিতা। এর মূল কারণ তাঁদের বয়সের ফারাক। কিন্তু মিলিন্দের বেটার হাফের কথায় সেটা কখনই তাঁদের মধ্যে বাঁধা হয়ে দাঁড়ায়নি।
For all the latest entertainment News Click Here