চুপিচুপি এনগেজমেন্ট সেরে ফেলল ইষ্টিকুটুম-র ‘বাহা’ সুদীপ্তা, জানুন পাত্রর পরিচয়
শীত পড়লেই যেন বিয়ের মরশুম শুরু হয়ে যায়। বলিউডে একের পর এক তারকা বসছেন বিয়ের পিঁড়িতে। প্রথমে রাজকুমার রাও, তারপর ক্যাটরিনা কাইফ আর সবশেষে অঙ্কিতা লোখাণ্ডে! এই একা থেকে দোকা হওয়ার গল্পে পিছিয়ে নেই কিন্তু টলি-তারকারাও। এই যেমন খানিকটা গোপনেই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এনগেজমেন্ট সেরে ফেললেন ‘ইষ্টিকুটুম’ খ্যাত বাহা ওরফে সুদীপ্তা চক্রবর্তী।
অভিনেত্রীর হবু বরের নাম স্বর্ণশেখর জোয়ারদার, যিনি পেশায় একজন ব্লগার! বেশ কিছু বছর ধরে স্বর্ণশেখরের সাথে সম্পর্কে আছেন সুদীপ্তা। সোশ্যাল মিডিয়ায় একে-অপরের সাথে ছবিও শেয়ার করে থাকেন হামেশাই।
ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে নিজের এনগেজমেন্ট হওয়ার খবর দিলেন অভিনেত্রী। কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা। তারকা থেকে অনুরাগী– সকলেই নতুন জীবন যাতে আরও ভালো কাটে তার শুভেচ্ছা জানিয়েছেন। এনগেজমেন্ট কমলা গাউনে সেজেছিলেন তিনি। ঘরের সাজেও ছিল কমলার ছোঁয়া। একগাল হেসে ক্যামেরার সামনেই আংটি পরে নেন! ভিডিয়ো শেয়ার করে সুদীপ্তা ক্যাপশনে লিখেছেন, ‘আর উত্তর সবসময় হ্যাঁ! খুশির সাথে আবদ্ধ হলাম স্বর্ণশেখর জোয়ারদারের সাথে।’
পরিচালক পার্থসারথি জোয়ারদারের ফিচার ফিল্ম মেমসাহেব এ প্রথম দেখা যায় সুদীপ্তাকে। রণিতা ‘ইষ্টিকুটুম’ ছেড়ে যাওয়ার পর বাহার চরিত্র অসাধারণ দক্ষতার সঙ্গে পর্দায় তুলে ধরেছিলেন সুদীপ্তা। এছাড়াও ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, মহাপীঠ তারাপীঠ, রেশম ঝাঁপি-র মতো ধারাবহিকে দেখা গিয়েছে তাঁকে।
For all the latest entertainment News Click Here