চুটিয়ে IPL খেলছেন কেন, তাঁর টেস্টে অনুপস্থিতি নিয়ে সাফাই দিয়ে চলেছেন কিউয়ি কোচ
কেন উইলিয়ামসন কবে নিউজিল্যান্ড দলে যোগ দেবেন সে বিষয়ে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বার্তা দিলেন। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন কেন উইলিয়ামসন। তিনি একদিকে হায়দরাবাদের নেতৃত্ব সামলাচ্ছেন। এখন প্রশ্ন হল কেন উইলিয়ামসন কখন নিউজিল্যান্ড দলে যোগ দেবেন? সে সম্পর্কে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড একটি ইঙ্গিত দিয়েছেন। কনুইয়ের চোটের কারণে নিউজিল্যান্ডের হোম সিরিজ থেকে ছিটকে গেছিলেন কেন উইলিয়ামসন। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্টেই তাঁকে পাওয়া যায়নি। তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্বে ছিলেন টম লাথাম।তবে এখন নিউজিল্যান্ড কোচ জানিয়েছেন আসন্ন ইংল্যান্ড সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন কেন উইলিয়ামসন। দলের কোচ ইঙ্গিত দিয়ে বলেছেন আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে দলের অধিনায়ক হয়েই ফিরবেন তিনি।
চলতি বছরের জুন মাস থেকে শুরু হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ। তিনটি টেস্ট ম্যাচ খেলবে দুই দেশ। উইলিয়ামসন সম্পর্কে কোচ বলেন,‘তাঁর প্রস্তুতি সম্পর্কে তিনি কেমন অনুভব করছেন, সবকিছু পরিকল্পনা মতোই চলছে। আমরা তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ট্র্যাকে ফিরিয়ে আনতে চাই। এই মুহূর্তে তিনি এই ভূমিকার বাইরে রয়েছেন কারণ তিনি তাঁর জন্য উপলব্ধ নন। তাই তিনি যখন ফিরে আসবেন, তিনি আবার আমাদের অধিনায়ক হবেন।’
গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে মুম্বই টেস্টের আগে উইলিয়ামসন কনুইয়ের সমস্যায় পড়েন। এরফলে তিনি সেই ম্যাচটি খেলতে পারেননি। এরপর থেকে উইলিয়ামসনকে মিস করছে নিউজিল্যান্ড দল। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও উইলিয়ামসনকে পাওয়া যায়নি। কোচের মতে,‘তাঁর নেওয়া বিরতি ভবিষ্যতে দলকে উপকৃত করবে।’তিনি বলেছিলেন যে তিনি চান যে তারা সবকিছু খেলুক, উইলিয়ামসন আসার সাথে যে কোনও দল আরও শক্তিশালী দেখাবে। তিনি বলেছেন,‘আমাদের মতো,তাঁরও নির্দিষ্ট সময়ে বিরতির প্রয়োজন। সে আবার নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলার জন্য মুখিয়ে রয়েছেন।’
For all the latest Sports News Click Here