চুক্তি থেকে বাদ, বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে খেলা ছাড়লেন কিউয়ি তারকা
নতুন প্রজন্মের দিকে তাকাতে চায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাই দীর্ঘ ১৫ বছর ধরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অ্যামি স্য়াটার্থওয়েটকে কেন্দ্রীয় চুক্তির তালিকায় রাখেনি তারা। বদলে নতুন কয়েকজনকে নিয়ে আসা হয় চুক্তির আওতায়। যদিও হঠাৎ করে বোর্ডের চুক্তি থেকে বাদ পড়াকে ভালো চোখে দেখেননি কিউয়ি তারকা। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলা অ্যামি বোর্ডের সিদ্ধান্তে হতাশ হয়ে খেলাই ছেড়ে দিলেন।
স্যাটার্থওয়েট জানিয়ে দেন, দেশের হয়ে আর কখনও মাঠে নামবেন না তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার আগে বোর্ডের প্রতি ক্ষোভ উগড়ে দেন তিনি। এও স্পষ্ট করে দেন যে, এখনও তাঁর মধ্যে দেশকে ফিরিয়ে দেওয়ার মতো বিস্তর ক্রিকেট অবশিষ্ট ছিল। প্রকারান্তরে বুঝিয়ে দেন, বোর্ডের অসম্মানজনক আচরণের জন্যই দেশের জার্সি তুলে রাখলেন।
মাত্র কিছুদিন আগেউ নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের অভিজ্ঞ তারকা কেটি মার্টিন অবসর ঘোষণা করেছেন। এবার সরে দাঁড়ালেন দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ওয়ান ডে রান সংগ্রহকারী স্যাটার্থওয়েট, যিনি জাতীয় দলের ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করতেন।
স্যাটার্থওয়েট বলেন, ‘অত্যন্ত আক্ষেপ ও দুঃখের সঙ্গেই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের নতুনদের দিকে তাকানোর সিদ্ধান্ত এবং কয়েকজন নতুন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার কথা জানার পর থেকে গত কয়েকটা দিন অত্যন্ত কঠিন কেটেছে। চুক্তি থেকে বাদ পড়ে আমি খুবই হতাশ। আমার বিশ্বাস, এখনও অনেক কিছু দেওয়ার ছিল আমার। যাই হোক, নিউজিল্যান্ড বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি এবং হোয়াইটস ফার্নসদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি। সবরকমভাবে আমি ওদের সাহায্য করতে প্রস্তুত।’
উল্লেখ্য, নিউজিল্যান্ডের হয়ে মেয়েদের ক্রিকেটে ১৪৫টি ওয়ান ডে ও ১১১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন অ্যামি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬৩৯ রান ও ৫০টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৭৮৪ রান ও ২৬টি উইকেট সংগ্রহ করেছেন স্যাটার্থওয়েট। কিউয়ি তারকা ২০১৬-১৭ মরশুমে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একটানা ৪টি সেঞ্চুরি করে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার রেকর্ড ছুঁয়ে ফেলেন।
For all the latest Sports News Click Here