চিরঘুমের দেশে বীরযোদ্ধা ভৈর সিং, রিল লাইফের ‘ভৈর সিং’ সুনীলের শোকজ্ঞাপন
‘বর্ডার ছবিতে সুনীল শেঠির চরিত্রটা মনে আছে? ১৯৭১ সালের ভারত পাক যুদ্ধের অন্যতম নায়ক ছিলেন এই ভৈর সিং। তাঁর গল্পই উঠে এসেছিল এই ছবিতে সুনীল শেঠির হাত ধরে। তিনি সোমবার, ১৯ ডিসেম্বর যোধপুরে প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
প্রাক্তন নায়েক ভৈর সিংয়ের মৃত্যুতে ডিজি বিএসএফ সহ অন্যান্য উচ্চ পদস্থ কর্তারা শোকবার্তা জানিয়েছেন। বিএসএফের তরফে একটি টুইট করা হয়, এবং সেখানে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। কাজের প্রতি তাঁর নিষ্ঠা, তাঁর সাহসের জন্য স্যালুট জানানো হয় ফোর্সের তরফে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুঃখপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, ‘প্রাক্তন নায়েক ভৈর সিং-জী চিরস্মরণীয় হয়ে থাকবেন দেশের জন্য তিনি যা করেছেন তার জন্য। আমাদের দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ে তিনি যে বীরত্ব, সাহস দেখিয়েছেন তার জন্য দেশ তাঁর কাছে কৃতজ্ঞ থাকবে। তাঁর প্রয়াণে দুঃখপ্রকাশ করছি। ওম শান্তি।’
অমিত শাহ টুইট করে লেখেন, ‘আগামী প্রজন্ম তাঁর গল্প শুনে উদ্বুদ্ধ হবে।’ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও টুইট করেন। তিনি তাঁর টুইটে লেখেন, ‘১৯৭১ সালের যুদ্ধের অন্যতম বীর যোদ্ধা।’ তিনি তাঁর এই টুইটে দুঃখপ্রকাশ করেন ভৈর সিংয়ের প্রয়াণে।
১৪ ডিসেম্বর তাঁকে যোধপুরের এইমসে ভর্তি করা হয়েছিল। এমনটাই জানান ভৈর সিংয়ের ছেলে। তাঁর শরীর ভীষণ খারাপ ছিল, প্যারালাইসিসে আক্রান্ত হয়েছিলেন তিনি। অবস্থার অবনতি হচ্ছিল ক্রমশ। সাওয়াই সিং, ভৈর সিংয়ের ছেলে পিটিআইকে জানান, ‘ডাক্তাররা সন্দেহ করছিলেন যে বাবার হয়তো ব্রেন স্ট্রোক হয়েছে। তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল।’
১৯৭২ সালে তিনি সেনা মেডেল পেয়েছিলেন তাঁর বীরত্বের জন্য। যুদ্ধের সময় তিনি ১৪ বিএসএফ ব্যাটালিয়নে পোস্টেড ছিলেন। ১৯৮৭ সালে তিনি অবসর নেন।
বর্ডার ছবিতে যিনি ভৈর সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সেই সুনীল শেঠি তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানান। তিনি টুইট করে লেখেন, ‘আপনার আত্মার শান্তি কামনা করি নায়েক ভৈর সিং-জী। পরিবারকে সমবেদনা জানাই।’
For all the latest entertainment News Click Here