চিপকের আবহাওয়া ও পিচের দিকে নজর, ঘরের মাঠের রেকর্ড ধরে রাখার হাতছানি
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় এবং নির্ণায়ক ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়াম অর্থাৎ চিপক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানরা হতাশাজনক পারফর্ম করেছে, যে কারণে দ্বিতীয় ম্যাচে ভারতকে হারের মুখে পড়তে হয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে একতরফা ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে সফরকারীরা। বিশাখাপত্তনমে খেলা দ্বিতীয় ওডিআইয়ের সময় বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু পুরো ম্যাচটি মাত্র ৩৭ ওভারে শেষ হয়েছিল। যদিও তৃতীয় ম্যাচেও আবহাওয়া খারাপ হতে চলেছে। তৃতীয় ম্যাচেও বৃষ্টি বড় ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন… IND vs AUS ODI: তৃতীয় ম্যাচে কি সুযোগ পাবেন ফ্লপ সূর্য? দেখে নিন দুই দলের সম্ভাব্য প্লেয়িং একাদশ
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ম্যাচের আগে ও বারবার বৃষ্টি হতে পারে। ম্যাচটি দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও এই সময়ের মধ্যে বৃষ্টি হলে টসসহ ম্যাচ শুরু হতে দেরি হতে পারে। চিপকে দীর্ঘদিন পর একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করছে এবং সকলের দৃষ্টি রয়েচে নতুন পিচের দিকে। Accuweather অনুসারে, আবহাওয়া ১২ টার দিকে এবং আবার ৩ টার দিকে খারাপ হবে। বেলা ৩টার দিকে আকাশ থাকবে ৭০ শতাংশ মেঘলা। তবে তা ছাড়া বেশিরভাগ ম্যাচেই মাত্র ৩০ শতাংশ মেঘ দেখা যাবে। টসের সময় তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং রাত ৯ টায় প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস হতে চলেছে। শেষ ম্যাচে বৃষ্টি বেশি সময় নষ্ট করবে না এবং তারা একটি ক্লোজ লড়াইয়ের ম্যাচ দেখতে পাবেন বলেই ভক্তরা আশা করতে পারেন। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
আরও পড়ুন… IND vs AUS 3rd ODI: আর দরকার ২ রান, বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত-কোহলি জুটি
মনে করা হচ্ছে পিচে পেসারদের জন্য খুব বেশি থাকবে না। খেলায় শিশির আসতে পারে, তাই এই ম্যাচে শিশির বড় ভূমিকা পালন করতে পারে। সেক্ষেত্রে তিন স্পিনার খেলাটা ঝুঁকিপূর্ণ হতে পারে। যদিও দ্রাবিড় ইঙ্গিত দিয়েছিলেন যে তিনজন স্পিনার থাকলে কুলদীপ যাদব খেলবেন, চতুর্থ পেসার হিসেবে শার্দুল আরও নিরাপদ বাজি হতে পারে। শার্দুল সিএসকের হয়ে চিপকে খেলেছেন ফলে এই পিচ ও মাঠে সম্বন্ধে তাঁর একটি ন্যায্য ধারনা রয়েছে এবং তাঁর ব্যাটিংও দলের কাজে আসতে পারে। ফলে অনেকেই নে করছেন এই ম্যাচে হয়তো শার্দুলকে দেখা যেতে পারে। এটা ঠিক যে শার্দুলের ওয়াইড ইয়র্কার বোলিং করার ক্ষমতা রয়েছে। টিম ইন্ডিয়া কিছুতেই এই বিকল্পকে হারাতে চাইবে না।
অন্যদিকে অজিরা যদি এই ম্যাচ জেতে তাহলে পাঁচ বছর পরে স্মিথদের সামনে প্রথম দল হওয়ার সুযোগ রয়েছে, যারা একটি হোম ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়াকে ভারতের মাটিতেই হারাবে। ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ঘরের মাটিতে শেষবার পরাজিত হয়েছিল। ভারত এবং অস্ট্রেলিয়া জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে এবং তারপর বছরের শেষে একটি ওডিআই বিশ্বকাপ খেলবে। এই বিষয়টি মাথায় রেখে অবশ্যই স্মিথদের কয়েকটি মনস্তাত্ত্বিক পয়েন্টও স্কোর করতে হবে। অন্যদিকে ঘরের মাঠে নিজেদের রেকর্ড ধরে রাখতে চাইবে টিম ইন্ডিয়া।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here