চিন্তাভাবনা উন্নত করতে হবে রোহিতকে, পেস বোলারদের ব্যবহার নিয়ে খোঁচা শাস্ত্রীর
এবারের বর্ডার-গাভাসকর ট্রফির শুরুটা বেশ ভালো করে ভারত। প্রথম দুই ম্যাচে জিতে সিরিজে এগিয়ে যায় রোহিত শর্মার দল। তবে তৃতীয় থামে ভারতের দাপট। ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। আর সেই সঙ্গে সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয় তারা। ভারতকে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে হলে আমদাবাদ ম্যাচ জিততেই হবে।
কিন্তু আমদাবাদ টেস্টের প্রথম দিন থেকেই কিছুটা চাপে রয়েছে মেন ইন ব্লু। প্রথম দিন ভালো-খারাপ দুই রকম ভাবেই কেটেছে রোহিত শর্মার দলের। মহম্মদ শামি উইকেট তুলে নেন। তারপরের চা বিরতির পর উমেশ যাদব বাউন্সার ব্যবহার করে স্টিভ স্মিথকে বিরক্ত করে তোলেন। ফলের স্টিভের উইকেট পাওয়া অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু দিনের শেষে দ্বিতীয় নতুন বলে ভারতীয় পেসাররা তেমন একটা কিছু করতে পারেননি। ফলে অনেকটা পিছিয়ে পড়তে হয় ভারতকে। প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর এবং ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এই ব্যর্থতার কঠোরভাবে সমালোচনা করেন।
চতুর্থ টেস্টের প্রথম দিনে চা-বিরতির পরবর্তী সেশনে ভারত দ্রুত দুটি উইকেট পাওয়ার পর ক্যামেরন গ্রিন এবং উসমান খোয়াজা জুটি বড় রানের দিকে নিয়ে যান। তাদের দুর্দান্ত বোলিংয়ের ফলে প্রথম দিনের শেষে ভালো জায়গায় পৌঁছে যায় অস্ট্রেলিয়া। নতুন বল নেওয়ার পরে আরও কয়েকটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলবে ভারত এই রকমই আশা করা হয়েছিন। ৩২০ রানের মধ্যে অস্ট্রেলিয়াকে অলআউট করা যাবে বলে মনে করতে থাকেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য মোতেরার পিচকে ব্যাটিংয়ের জন্য এই সিরিজের সেরা পিচ বলে মনে করা হয়েছে।
ভারতীয় বোলাররা ঠিক করে ব্যবহার করতে পারেননি নতুন বলকে। নতুন বলে উইকেট পরার পরিবর্তে রানের গতি বাড়াতে সক্ষম হয় অজিরা। নতুন বলে ৯ ওভারে ৫৪ রান করে তারা। আর এই নতুন বলে ব্যর্থতার জন্যই কঠোর সমালোচনা করেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। দ্বিতীয় দিনে ধারাভাষ্য দিতে গিয়ে শাস্ত্রী বলেন, ‘আমার মনে হয় প্রথম দিনই ভারত নিজেদের জায়গা হারিয়েছে। নতুন বল নেওয়ার সিদ্ধান্তটা ঠিক ছিল না। উমেশের বয়স ৩৫ বছর। শামিও তরুণ নেই। ওরা অনেক বল করেছে হাঁপিয়ে ওঠে। এত তাড়াতাড়ি নতুন বল নেওয়ার ফলে অস্ট্রেলিয়ায় অনেকটা এগিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘ক্যাপ্টেন হিসেবে রোহিতের ভালো দিকগুলি তাড়াতাড়ি ফুরিয়েছে। ও স্পিনিং উইকেটে অধিনায়কত্ব করেছে যেখানে তিন দিনের মধ্যেই সব কিছু শেষ হয়ে যায়। তাই এটা খুব শিক্ষণীয় বিষয়। যখন এইরকম পিচে খেলা হয় যেখানে উইকেট পাওয়া কঠিন। ব্যাটিং করার তুলনামূলক সহজ। অধিনায়ক হিসেবে নিজের চিন্তাভাবনার বিষয়গুলিকে আরও উন্নত করতে হবে। ভারতে অধিনায়কত্ব করা অন্যরকম। বিদেশের মাটিতে দলকে নেতৃত্ব দেওয়া অন্যরকম। ওর কাছে সব রকম দক্ষতা রয়েছে। শুধুমাত্র এটার অভাব রয়েছে।’
For all the latest Sports News Click Here