চাহালকে পুরো কোটা কেন করানো হল না! পন্তের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন নেহরা
ভারতের প্রাক্তন পেসার আশিস নেহরা প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পরাজয়ের পরে ঋষভ পন্তের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার যুজবেন্দ্র চাহালকে মাত্র ২.১ ওভার বল করতে দেখে আশিস নেহরা অবাক হয়েছেন। ২০২২ আইপিএল-এ পার্পল ক্যাপ বিজয়ী যুজবেন্দ্র চাহাল এ দিনের ম্যাচে মাত্র ১৩টি বল করলেন এবং ২৬ রান দিয়েছেন। আশিস নেহরা মনে করেন যখন ভ্যান ডের ডুসেন-ডেভিড মিলার একটু চাপে ছিল তখন লেগ-স্পিনার চাহালের এই জুটির সামনে বোলিং করা উচিত ছিল। আসলে প্রথম ম্যাচে ভারতের বোলিং পারফরমেন্স ছিল খুবই খারাপ।
এ দিনের ম্যাচে ক্যাচও মিস হয়েছিল ভারতীয় ফিল্ডারদের দ্বারা। এমন পরিস্থিতিতে ২০০-র বেশি রান করা সত্ত্বেও টিম ইন্ডিয়াকে হারের মুখে পড়তে হয়েছে। আশিস নেহরা বলেন, ‘ঋষভ পন্ত একজন তরুণ অধিনায়ক, সে শিখবে এবং আশা করি সে আরও ভালো করবে। এখন যদি দ্রাবিড় মনে করেন যে চাহালের আরও একটি ওভার বল করা উচিত ছিল, তখন অবশ্যই একটি বার্তা পাঠানো যেতে পারত। তাদের জিনিসগুলি সহজ রাখতে হবে এবং আরও সক্রিয় হতে হবে।’
ক্রিকবাজের সঙ্গে কথা বলতে গিয়ে আশিস নেহরা বলেন, ‘সে (চাহাল) আজ মাত্র ২ ওভার বল করেছে। বাঁ-হাতি ব্যাটিংয়ের কারণে অনেক সময় দলগুলো লেগ-স্পিনারদের আটকে রাখে। মাঝের ওভারে উইকেট নেওয়ার বিকল্প থাকাটা জরুরি। খুব ভালো ব্যাটসম্যানকে থামাতে হলে তার উইকেট নিতে হবে, রক্ষণাত্মক বোলিং কাজ করবে না।’
For all the latest Sports News Click Here