চার-ছয়ের বন্যা- প্রস্তুতি ম্যাচেই শতরান RCB-র পরিবর্ত প্লেয়ার ব্রেসওয়েলের- ভিডিয়ো
রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০২৩ আইপিএলে তাদের প্রথম ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর তার আগে শেষ পর্বের মরিয়া প্রস্তুতি চালাচ্ছে আরসিবি। মেগা ম্যাচের আগে ব্যাঙ্গালোর চিন্নাস্বামীতে নিজেদের প্রথম ম্যাচের আগে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলেছে।
আরও পড়ুন: শ্রেয়সের চোট বড় ধাক্কা, আর কী সমস্যা রয়েছে KKR-এর, শক্তিই কী? কী হতে পারে একাদশ?
আরসিবি প্লেয়ারদের খেলোয়াড়দের দু’টি দলে বিভক্ত করা হয়েছিল, একটির নেতৃত্বে ছিলেন অধিনায়ক ফ্যাফ ডুটপ্লেসি। অন্য দলের অধিনায়ক ছিলেন সুয়াশ প্রভুদেসাই। প্রথমে ব্যাট করে সুয়াশের টিম। তারা নির্দিষ্ট ২০ ওভারে ২১৭ রান করে। মহীপাল লোমরোর ২৭ বলে অপরাজিত ৪৮ রানের দুরন্ত ইনিংস খেলেন। এ দিকে চোট সারিয়ে ওঠা গ্লেন ম্যাক্সওয়েলের ভালো ছন্দ নিশ্চিন্ত করেছে আরসিবি-কে। তিনি ৪৬ বলে ঝোড়ো ৭৮ করে অপরাজিত থাকেন। অনুজ রাওয়াত ১৬ বলে অপরাজিত ৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
আরও পড়ুন: গাঁটের কড়ি খরচ করে প্লেয়ার কেনে IPL দলের মালিকেরা- ওয়ার্কলোড নিয়ে সোজাসাপটা মঞ্জরেকর
জবাবে ব্যাট করতে নেমে চৈত্র মাসে ঝড় তোলেন মাইকেল ব্রেসওয়েল। প্রথমে ফ্যাফ ডু’প্লেসি ৩৫ বলে ৪৭ রান করেন। কিন্তু আসল ঝড় তো ওঠে কিউয়ি তারকার ব্যাটে। সাইক্লোন বইয়ে আরসিবি-র পরিবর্ত ব্যাটার নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল সেঞ্চুরি হাঁকান। তিনি ৫৫ বলে অপরাজিত ১০৫ রান করেন, যার মধ্যে ৮টি চার এবং ৭টি ছক্কা রয়েছে। প্রসঙ্গত, উইল জ্যাকসের পরিবর্ত হিসেবে আরসিবি-তে যোগ দিয়েছেন মাইকেল ব্রেসওয়েল। যিনি রীতিমতো ঝোড়ো মেজাজে রয়েছেন। তবে টিমকে জেতাতে পারেননি ব্রেসওয়েল। তাঁর টিম ৫ উইকেটে ২১৫ রানই স্কোরবোর্ডে যোগ করতে পারে। ২ রানে হেরে যায় ফ্যাফের টিম।
ম্যাচের পর ব্রেসওয়েল বলেন, ‘চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে পেরে ভালো লাগলো এবং মাঝখানে খেলাটা উপভোগ করলাম। কিছু বাউন্ডারি মারতে পেরে ভালো লাগল। আমাদের এই ছন্দ ধরে রাখতে হবে। কারণ আপনি কখনও-ই জানেন না, প্রতিপক্ষ একাদশে কিছু ভালো মানের ব্যাটার রয়েছে কিনা!’
এমন পারফরম্যান্সের পর রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরসিবি কি ব্রেসওয়েলকে খেলাবে? ৪টি কারণে ব্রেসওয়েলকে দলে রাখতে পারে ব্যাঙ্গালোর। ১) তিনি একজন অলরাউন্ডার, ২) চিন্নাস্বামী ভারতের মধ্যে সবচেয়ে বড় স্টেডিয়াম নয়, ৩) প্রস্তুতি ম্যাচে তিনি যে ভাবে ব্যাটিং করেছেন, তার পর ব্রেসওয়েলের কথা ভাবতে শুরু করতে বাধ্য টিম ম্যানেজমেন্ট এবং ৩) সবচেয়ে গুরুত্বপূর্ণ জানুয়ারিতে ভারতের বিপক্ষে ম্যাচে তাঁর পারফরম্যান্স। হায়দরাবাদে তৃতীয় ওডিআই-এ ব্রেসওয়েল ১৪০ রান করেছিলেন।
For all the latest Sports News Click Here