চামচ শট মারতে গিয়ে উদ্ভট কায়দায় ছক্কা সুদর্শনের, হতবাক ধোনিরা- ভিডিয়ো
ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন সাই সুদর্শন। ১৬তম আইপিএলের ফাইনালে নিজেদের ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছে গুজরাট টাইটানস। এদিন টসে জিতে প্রথমে গুজরাট টাইটানসকে ব্যাট করতে পাঠান চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে শুরু থেকেই নিজেদের দাপট বজায় রাখেন শুভমন গিল এবং ঋদ্ধিমান সাহা। এই দুই ব্যাটারের দাপটে বড় রানের দিকে এগিয়ে যায় গুজরাট।
তবে ধোনি স্টাম্প আউট করে ২০ বলে ৩৯ রানের মাথায় ফিরিয়ে দেন গিলকে। প্রথম উইকেট হারিয়ে স্বাভাবিক ভাবেই চাপে পড়ে যান ঋদ্ধিরা। কিন্তু ধীরে ধীরে ফের ম্যাচে ফিরে আসে গুজরাট। অর্ধশতরান করেন ঋদ্ধি। ৩৯ বলে ৫৪ রান করে যান। ঠিক সেই মুহূর্ত থেকে ম্যাচের ব্যাটন নিজের কাঁধে তুলে নেন সাই সুদর্শন। দুরান্ত ইনিংস খেললেন এই ব্যাটার ৪৭ বলে ৯৬ রানের ইনিংস খেললেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ৮টি বাউন্ডারি এবং ৬টি ওভার বাউন্ডাররির সৌজন্যে।
কিন্তু এই ইনিংসের মধ্যেই ১৬.১ ওভারের মাথায় এমন একটি ছক্কা মারেন তিনি, যা এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। সেই ওভারে বল করতে আসেন তুষার দেশপাণ্ডে। সেই ওভারের প্রথম বলেই ছক্কা মারেন সুদর্শন। বলটি ওয়াইড হচ্ছিল। কিন্তু তিনি ক্রিজের বাইরে বেড়িয়ে এসে সেটিকে রিভার্স মারতে যান। কিন্ত বলটি ব্যাটের কানায় লেগে ওভার বাউন্ডারি হয়ে যায়।
মুহূর্তের জন্য কিছু বুঝে উঠতে পারছিলেন না কেউ। কেমন শট খেললেন সুদর্শন। যা খুবই কম দেখা যায়। অবশ্য তিনি অন্য শট খেলতে চেয়েছিলেন। কিন্তু আদতে ঘটল উল্টো। আজব শট খেলে ভাইরাল হয়ে গিয়েছেন গুজরাটের ব্যাটার। সেই ওভারে ২০ রান তোলে গুজরাট।
তবে সুদর্শনের ৯৬ রানে ভর করে মাত্র ৪ উইকেট হারিয়ে ২১৪ রান তোলে গতবারের চ্যাম্পিয়নরা। চেন্নাইকে জিততে হলে ২১৫ রান করতে হবে। ফাইনাল ম্যাচে বেশ বড় টার্গেট বলা যেতে পারে। তবে এবারের আইপিএলে এমন অনেক ম্যাচ দেখা গিয়েছে, বড় রান করেও সেই দলকে হারতে হয়েছে। এখন এটাই দেখার ধোনিরা এই রান তুলে ফেলতে পারেন কিনা।
আর এই ম্য়াচ জিততে পারলেই রেকর্ড গড়বে সিএসকে। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে একই আসনে বসবেন ধোনিরা। ৫ বার আইপিএল জয়ের রেকর্ড গড়বে সিএসকে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ পর্যন্ত।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here