চাপ নিতে পারছে না ভারতীয় হকি দল, মেন্টাল কন্ডিশন বিশেষজ্ঞের জন্য সওয়াল কোচের
সকলকে আশাহত করে রবিবার হকি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রসওভার ম্যাচে পেনাল্টি শুটআউটে হেরে যায় টিম ইন্ডিয়া। এই হারের পরে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানসিক কন্ডিশনিং কোচের প্রয়োজন বলে দাবি করেছেন হেড কোচ গ্রাহাম রিড।
গ্রাহাম রিড সম্ভবত এর মাধ্যমে স্পষ্ট করে দিতে চেয়েছেন, ভারত মানসিক চাপ নিতে পারেনি। যে কারণে ঘরের মাঠে খেলা হওয়া সত্ত্বেও পেনাল্টিত শুটআউটে তারা হেরে বসে থাকে। টিম ইন্ডিয়া কিন্তু শুরু থেকে তাদের ক্রসওভার ম্যাচে আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু খেলা ৩-৩ শেষ হয়। তার পরে পেনাল্টি শুটআউটে হেরে যায় ভারত।
আরও পড়ুন: ৩-১ থেকে ৩-৩, শ্রীজেশের লড়াইয়েও ১৮ শটের পেনাল্টিতে হার ভারত, অধরা বিশ্বকাপ পদক
ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে বিরক্ত গ্রাহাম রিড বলেন, ‘আমাদের সম্ভবত আলাদা কিছু করতে হবে। আমাদের দেখতে হবে, একজন মানসিক কোচকে কী ভাবে যুক্ত করতে পারি। সেটা নিয়ে কাজ করব। আমি মনে করি, এটি দলের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে।’
তিনি আরও বলেছেন, ‘যতদূর মহড়া বা প্রশিক্ষণের বিষয়, অন্য সব দল যা করে, আমরাও তাই করেছি। আমি অনেক দিন ধরে এই খেলার সঙ্গে যুক্ত। এবং আমি জানি, অন্য দলগুলো কী করছে। যদি বাড়তি কিছু প্রয়োজন হয়, সেই ব্যবস্থাও করতে হবে।’
রবিবার ক্রসওভারের ম্যাচ ৩-৩ শেষ হলে পেনালটি শুটআউটে গড়ায়। ১৮ শটের পেনাল্টিতে হারতে হয় ভারতকে। গ্রাহাম রিড বলেছেন, ‘এই ম্যাচে আমাদের ধারাবাহিকতার অভাব ছিল। উদাহরণস্বরূপ, শেষ কোয়ার্টারে আমরা পিছিয়েছিলাম। কিছু ভুল আমাদের সমস্যা কঠিন করে তুলেছিল। প্রতিটি দলেরই কিছু পর্যায়ে কিছু সমস্যা ছিল। আমাদের ভুলগুলো শুধরে নিতে হবে।’
আরও পড়ুন: লিগের শেষ ম্যাচে ওয়েলসকে ৪-২ গোলে হারাল ভারত
রিড আরও বলেছেন, ‘পিসি একটি ফ্যাক্টর বটে, তবে একমাত্র নয়। আমাদের অনেক সমস্যা ছিল। প্রতিবার যখনই আমরা বল পেয়েছি, সেটা ভুল পাসে প্রতিপক্ষের কাছে চলে গিয়েছি এবং এটি অনেক বার ঘটেছে।’ গ্রাহাম রিডের মেয়াদ ২০২৪ অলিম্পিক্স পর্যন্ত। তিনি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর চাকরি ছাড়ার কোনও ইঙ্গিত দেননি।
বরং রিড বলেছেন, ‘বিশ্বকাপে বাকি ২টি ম্যাচের পর আমাদের জার্মানি এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রো লিগ ম্যাচ আছে এবং তার পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের একটি টেস্ট সিরিজ আছে। তবে আমাদের মনোযোগ পরের ম্যাচের দিকে।’ ২৬ জানুয়ারি ক্লাসিফিকেশন ম্যাচে ভারত খেলবে জাপানের সঙ্গে।
For all the latest Sports News Click Here