চাপে পড়ে ভুলভাল DRS নিয়ে সব নষ্ট করলেন রোহিত, ক্ষেপে লাল মুম্বইয়ের প্রাক্তনী
ইন্দোর টেস্টে ভারতের ব্যাটিংয়ের থেকেও খারাপ কী হতে পারে? প্রথম দেড়টা সেশন দেখে অনেকেই সেই প্রশ্নের কোনও উত্তর পাবেন না বলে ভেবেছিলেন। কিন্তু তাঁদের সেই ধারণা যে কতটা ভুল ছিল, তা প্রমাণ করলেন অধিনায়ক রোহিত শর্মা। কম রানের পুঁজি থাকায় চাপে পড়ে গিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় প্রথম ৪৪.৩ ওভারেই তিনটি রিভিউ নষ্ট করে ফেললেন। শুধু যে রিভিউ নষ্ট করেছেন, সেটা নয়, বরং তিনটির মধ্যে দুটি রিভিউ যে কেন নেন রোহিত, তা নিয়েও হতভম্ব ক্রিকেট বিশেষজ্ঞরা।
প্রাক্তন ভারতীয় তারকা তথা মুম্বইয়ের প্রাক্তন খেলোয়াড়় অজিত আগরকর তো রীতিমতো রোহিতদের সমালোচনা করেন। সরকারি সম্প্রচারকারী সংস্থায় ধারাভাষ্যের মধ্যেই তিনি স্পষ্টভাবে জানান, যে তিনটি রিভিউ নেন রোহিত, তার মধ্যে দুটি যে বেকার হতে চলেছে, তা প্রথম থেকেই বোঝা যাচ্ছিল। ওই দুটি ক্ষেত্রেই যে আউট হবে না, তা রিভিউয়ের আগে থেকেই স্পষ্ট ছিল।
ভারতের প্রথম রিভিউ নষ্ট
সম্ভবত এখনও পর্যন্ত ২০২৩ সালের সবথেকে জঘন্য রিভিউ ছিল। কী ভেবে রিভিউ নেন রোহিত, তা সম্ভবত ভারতীয় অধিনায়কই বলতে পারবেন। ষষ্ঠ ওভারের শেষ বলটা উসমান খোয়াজার প্যাডে আছড়ে পড়ে। জোরালো আবেদন করেন রবীন্দ্র জাদেজা। নট-আউট দেন অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন। জাদেজা অবশ্য কার্যত নিশ্চিত ছিল। উইকেটকিপার কেএস ভরত অবশ্য জানান, ব্যাটারের গতিবিধির কারণে কিছু দেখতে পাননি। রিভিউয়ের সিদ্ধান্ত নেন রোহিত। রিভিউয়ে দেখা যায় যে বলটাই লেগস্টাম্পের বাইরে পড়েছে।
আরও পড়ুন: IND vs AUS 3rd Test: একা লড়লেন জাদেজা, ইন্দোর টেস্টের প্রথম দিনেই কোণঠাসা ভারত
ভারতের দ্বিতীয় রিভিউ নষ্ট
আবারও সেই জাদেজা এবং খোয়াজা। দশম ওভারের শেষ বলটা খোয়াজার সামনের প্যাডে আছড়ে পড়ে। আউট দেননি অনফিল্ড আম্পায়ার উইলসন। কিছুটা আলোচনার পর রিভিউয়ের পথে হাঁটেন রোহিত। রিভিউয়ে দেখা যায়, অফস্টাম্পের বাইরে পড়ে এতটাই স্পিন হয় যে বলটা লেগস্টাম্পেও লাগত না। দুটি রিভিউ নষ্ট ভারতের। তবে এটায় রোহিতদের কোনও দোষ ছিল না।
ভারতের তৃতীয় রিভিউ নষ্ট
আবারও সেই জাদেজা। ৪৫ ওভারের তৃতীয় বলটা স্টিভ স্মিথের প্যাডে আছড়ে পড়ে। বলটা কিছুটা নীচু হয়ে যায়। স্কোয়ারের দিকে বল ঠেলার চেষ্টা করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। আউট দেননি অনফিল্ড আম্পায়ার। রিভিউ নেয় ভারত। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, ‘ইমপ্যাক্ট’ লেগস্টাম্পের বাইরে। বাজে রিভিউ।
আরও পড়ুন: Jadeja no-ball issue in IND vs AUS: নো বলে উইকেট! এই সিরিজেই ভুলের হ্যাটট্রিক জাদেজার, বাঁচলেন অজিদের ২ সেরা ব্যাটার
সঠিক সময় রিভিউ নেননি রোহিত
সেই রিভিউ নষ্টের প্রদর্শনীর মধ্যে আরও একটি বাজে সিদ্ধান্ত নেন রোহিত। একাদশতম ওভারের পঞ্চম বলটা মার্নাস ল্যাবুশানের আছড়ে পড়ে। জোরালো আবেদন করেন রবিচন্দ্রন অশ্বিন। আউট দেননি অনফিল্ড আম্পায়ার। রিভিউ নেননি রোহিত। রিপ্লেতে দেখা যায়, স্টাম্পে আছড়ে পড়ত বল। জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখে রোহিতের মুখে হতাশাজনক হাসি ভেসে ওঠে। সম্ভবত আগের ওভারের ভুল রিভিউয়ের সিদ্ধান্তে প্রভাবিত হন রোহিত। তাই সম্ভবত রিভিউ নেননি। তবে সার্বিকভাবে বুধবার ইন্দোর টেস্টে রিভিউয়ের ক্ষেত্রে খুব একাধিক ভুল করেন অস্ট্রেলিয়ার অধিনায়কও। তার জেরে জীবনদান পান রোহিত।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here