চাপে পড়ে গেলে আমার সঙ্গে কথা হয় বিরাটের, ফাঁস করলেন সুনীল ছেত্রী
ভারতীয় ফুটবল দলের সর্বকালের অন্যতম সেরা প্লেয়ার এবং অধিনায়ক ধরা হয় সুনীল ছেত্রীকে। ভারতীয় ফুটবল তারকাদের মধ্যে তিনি অন্যতম। তাঁর অধিনায়কত্বের পাশাপাশি ভারতীয় দলের হয়ে পারফরম্যান্স প্রত্যেকের কাছে দৃষ্টান্ত। ভারতীয় জাতীয় ফুটবল দলের হয়ে দীর্ঘ ১৮ বছর ধরে খেলে চলেছেন তিনি। শুধু খেলছেনই না, ভারতীয় দলের হয়ে ৯২টি আন্তর্জাতিক গোল করেছেন। যা ভারতীয় দলের হয়ে সর্বকালের সেরা।
৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার যিনি ব্লু টাইগারদের হয়ে সম্প্রতি ইন্টার কন্টিনেন্টাল কাপ, ত্রিদেশীয় কাপ এবং সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারত এই বছরে এখনও পর্যন্ত। এই প্রতিটি টুর্নামেন্টে ভক্তরা ভারতীয় দলকে অটুট ভালবাসা ও সমর্থন প্রকাশ করেছে। তাঁর জন্য সুনীল গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। ভারত অধিনায়ক জনসাধারণের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পান তা তাঁকে ভালো খেলার জন্য আর অনুপ্রাণিত করে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির বন্ধুত্ব যে অসাধারণ তা বারংবার প্রকাশ পেয়েছে। কিছুদিন আগে আইএসএল টুর্নামেন্ট নিয়ে সুনীল ছেত্রী এবং বিরাটের মধ্যে অনেকক্ষণ কথোপকথন হয়। কোহলি এবং ছেত্রী উভয়ই তাদের নিজ নিজ ক্ষেত্রে বিশাল ব্যক্তিত্ব। তারা দু’জনেই একটি সুশৃঙ্খল খাদ্যাভাস বজায় রাখার উপায় বিশেষভাবে জোর দেন। নিজেদের শারীরিক ফিটনেসের জন্য তারা সমাজের কাছে এবং দলের অন্যান্য প্লেয়ারদের কাছে এক আলাদা ভরসার জায়গা স্থাপন করেছেন। শুধু দলের প্লেয়াররাই নয়, দলের বাইরেও গোটা দেশ তাদেরকে অনুসরণ করে।
ছেত্রী জানিয়েছেন যে তিনি ও কোহলি ম্যাচের চাপ এবং প্রত্যাশা নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। কোহলির সঙ্গে আলোচনার বিষয় তিনি বলেন, ‘আমরা অনেক স্বাভাবিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করি। আমরা নিজেদের মধ্যে অনেক হাসি ঠাট্টাও করি। এর সঙ্গে সঙ্গেই আমি অনেক গভীর অলোচনা করেছি কোহলির সঙ্গে। তবে এমন নয় যে আমরা প্রতিদিনই কথা বলি। এমন অনেক সময় আসে যখন আমরা মাসের পর মাস আমাদের মধ্যে কথাবার্তা হয় না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা, আমাদের বিষয়গুলি খুব ভালোভাবে বুঝি। আমরা খুব ভালো বন্ধু। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কথা হয়।’
For all the latest Sports News Click Here