চাপের মুখে ৬০ বলে অপরাজিত ৭৮ রান! KKR তারকার হাত ধরে রঞ্জির নকআউটে উত্তরপ্রদেশ
তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাগামছাড়া ট্রোল করা হয়েছিল। এবারের রঞ্জি ট্রফির প্রতিটা ম্যাচে সেই ট্রোলের জবাব দিচ্ছেন রিঙ্কু সিং। গ্রুপের শেষ ম্যাচে ৩৫৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে উত্তরপ্রদেশকে জয় এনে দিলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা। তারইমধ্যে ১১৬ রান করেন অধিনায়ক করণ শর্মা।
গুরুগ্রামে উত্তরপ্রদেশের সামনে ৩৫৭ রানের লক্ষ্যমাত্রা খাড়া করেছিল রাহুল ত্রিপাঠীদের মহারাষ্ট্র। বড় স্কোর তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় উত্তরপ্রদেশ। তারপর উত্তরপ্রদেশের ইনিংসের হাল ধরেন প্রিয়ম গর্গ এবং আলমাস শওকত। দলগত ৮৪ রানের মাথায় প্রিয়ম আউট হয়ে গেলেও আলমাস দলকে এগিয়ে যেতে থাকেন। যোগ্যসংগত করেন করণ। শতরান করে উত্তরপ্রদেশের ওপেনার। তারপরই তিনি আউট হয়ে যান। ক্রিজে আসেন রিঙ্কু। করণের সঙ্গে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ১১৬ রান করে আউট হয়ে যান উত্তরপ্রদেশের অধিনায়ক। তখন উত্তরপ্রদেশের স্কোর ছিল চার উইকেটে ৩১৫ রান।
তারপর আর কোনও অঘটন ঘটতে দেননি রিঙ্কু। বরং অনায়াসে দলকে ছ’উইকেটে জিতিয়ে মাঠ ছাড়েন। মাত্র ৭০.১ ওভারেই রানটা তাড়া করেছে উত্তরপ্রদেশ। রিঙ্কু ৬০ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন। যিনি প্রথম ইনিংসেও গুরুত্বপূর্ণ রান করেছিলেন। প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ৮৯ বলে ৬০ রান। শুধু তাই নয়, এবার রঞ্জিতে উত্তরপ্রদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন রিঙ্ক। যিনি ছয় নম্বরে ব্যাট করেন।
এবার রিঙ্কুকে এবার আইপিএলের নিলামে দলে নিয়েছে কেকেআর। তারপর থেকেই ট্রোলের মুখে পড়েছিলেন। নাইটদের ফেসবুক পেজে এক ব্যক্তি বলেছিলেন, ‘কেকেআর ম্যানেজমেন্টের তরফে স্যার রিঙ্কু সিংকে দেওয়া ভ্যালেন্টাইস ডে’র নিখুঁত উপহার।’ এক নেটিজেন বলেছিলেন, ‘বছরের সেরা ক্রয় – রাহানে এবং রিঙ্কু। এটা শুধুমাত্র কেকেআরে সম্ভব।’ অপর এক ব্যক্তি বলেন, ‘বেঙ্কি মাইসোর এবং লর্ড রিঙ্কু – রোমিও জুলিয়েটের থেকেও ভালো প্রেমের কাহিনি।’ অপর একজন বলেছিলেন, ‘কেকেআরে পরিবারে স্বাগত ওয়াটার বয়।’ এক নেটিজেন বলেছিলেন, ‘সেরা ক্রয়। আমাদের বোতল গাই (বোতল নিয়ে যাওয়ার লোক)।’ তাতে আবার এক ব্যক্তি বলেছিলেন, ‘রিঙ্কু হলেন আমাদের তৃষ্ণা মেটানোর বাহক।’
For all the latest Sports News Click Here