চাঁদনি রাতে’ই অধরা স্বপ্ন পূরণ হল অন্তরা নন্দীর, সাহায্যের হাত সুরকার নীলাঞ্জনের
সোশ্যাল মিডিয়া এই দুই বোন ভীষণই বিখ্যাত। উকুলেলে বাজিয়ে নানা ভাষার নানা গান গাইতে দেখা যায় তাঁদের। বুঝে গেছেন নিশ্চয় কাদের কথা বলছি? হ্যাঁ, নন্দী সিস্টার্স। পদবি দেখেই বোঝা যাচ্ছে তাঁরা বাঙালি। কিন্তু যেহেতু বেড়ে ওঠা ভিনরাজ্যে সেহেতু বাংলা তেমন ভালো বোঝেন না। কিন্তু ভাষার জন্য কবেই বা আর সুর, ছন্দ আটকেছে? ভাষা ভালো না বুঝলেও মাতৃভাষার প্রতি বরাবরই ভীষণ টান অন্তরা নন্দীর। শুধু তাই নয়, নন্দী সিস্টার্সের বড় বোন, অন্তরা বহুদিন ধরেই বাংলায় কাজ করতেও চাইছিলেন। এবার তাঁর সেই স্বপ্ন সফল হল।
সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ গুণমুগ্ধ নন্দী সিস্টার্সের। দেশ- বিদেশের বহু মানুষ তাঁদের ফলো করেন। এবার এই নন্দী সিস্টার্সের বড় বোন অন্তরার প্রথম বাংলা গানের ভিডিয়ো প্রকাশ্যে এল। এই গানটির মিউজিক কম্পোজ করেছেন নীলাঞ্জন ঘোষ। বিগত বেশ কিছুদিন ধরেই এই ২৩ বছরের গায়িকা তাঁর আসন্ন গানের প্রচার চালাচ্ছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার মুক্তি পেল সেই গান।
সুরকার নীলাঞ্জন ঘোষের কম্পোজ করা এবং অন্তরার গাওয়া গানটির নাম ‘চাঁদনি রাতে’। এই মিউজিক ভিডিয়োতে দেখা যাবে দুই যুবক যুবতীর প্রেমের কাহিনি। সঙ্গে আছেন গায়িকা নিজেও। গানের শ্যুটিংয়ের বিষয়ে অন্তরা আনন্দবাজারকে জানান, ‘গানটা যখন প্রথম শুনি, তখনই গানটা ভীষণ পছন্দ হয়েছিল। মানুষ আমাকে সাধারণত শাস্ত্রীয় বা লোকগানের জন্যই চেনে। কিন্তু আমি সবসময়ই এই ধরনের গান গাইতে চেয়েছি। আর সেই সুযোগ পেলাম তাও মাতৃভাষায়। ফলে এটার থেকে ভালো আর কীই বা হতে পারে? আমি যবে থেকে সঙ্গীতশিল্পী হয়েছি তবে থেকে বাংলা ভাষায় গান গাইতে চেয়েছি।’
ইতিমধ্যেই একটা বড় ব্রেক পেয়েছেন অন্তরা। এ আর রহমানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। নেপথ্য গায়িকা হিসেবে রহমানের সঙ্গেই তিনি কাজ করেছেন। তিনি হিন্দি এবং দক্ষিণ ভারতীয় ভাষায় গান গেয়েছেন ইতিমধ্যেই। পন্নিয়িন সেলভান ১ ছবিতে তাঁর একটি গান ছিল। সেই গানটি সকলের থেকেই সমাদর পেয়েছে। তবে এই গায়িকার ছেলেবেলা কিন্তু কেটেছে কলকাতাতেই। ফলে সেই বাংলায় তাঁর প্রথম গান গেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি।
তবে এতদিন অন্যান্য ভাষায় কাজের সুযোগ পেলেও বাংলায় পাননি বলে আক্ষেপ ছিল তাঁর। জেএসই মিউজিকের তরফে জনাই সিংহ বাগচী তাঁকে ডাকেন এই গানের জন্য। ফলে তাঁর কারণেই অন্তরার এই ইচ্ছে সফল হল। তিনি জানান, ‘আমি আর আমার বোন ২৩টা ভাষায় গাইতে পারি। তাই বিশেষ কোনও ইন্ডাস্ট্রিতে নিজেদের বাঁধতে চাই না। যত বেশি ভাষায় সম্ভব আমরা গাইতে চাই।’
তবে অন্তরা একা নন, সুরকার নীলাঞ্জনও ভীষণ খুশি এই গান গেয়ে। তিনি জানিয়েছেন যে গানটির ভালোই প্রতিক্রিয়া মিলেছে। একই সঙ্গে তিনি অন্তরার প্রশংসা করে বলেন, ‘ও খুবই প্রতিভাবান। ওর দক্ষতার অনেকটা এখনও উন্মোচিত হয়নি।’
For all the latest entertainment News Click Here