চলেনি লাল সিং চাড্ডা! ভাগ্য ফেরাতে রাজকুমার হিরানিতে ভরসা আমিরের, আসছে বায়োপিক
আমির খানের শেষ ছবি ‘লাল সিং চাড্ডা’র একেবারে ভরাডুবি হয় বক্স অফিসে। ছবিতে বলিউডের মিস্টার পারফেকশনিস্টের সঙ্গে ছিলেন করিনা কাপুর খান। সেই সময় আমিরকে বলতে শোনা গিয়েছিল, নিজেকে একটু সময় দিতে চান। আসলে লাল সিং চাড্ডা মুক্তির ঠিক আগেই দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে মিউচুয়াল ডিভোর্স নেওয়ার ঘোষণা করেছিলেন। সব মিলিয়ে বেশ তলানিতেই নেমে এসেছিল ইমেজ।
তবে এখন খবর রয়েছেন, জীবনের সব কঠোর পরিস্থিতি জয় করে পর্দায় ফিরছেন আমির খান। তাও আবার রাজকুমার হিরানির ছবি দিয়ে। ২০১৪ সালের পিকে ছবিতে শেষ একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। তার আগে ২০০৯ সালে এই হিট জুটি দর্শকদের উপহার দিয়েছিল থ্রি ইডিয়টসের মতো ছবি। এবার দুজনে মিলে আনছেন বায়োপিক।
বলিউড থেকে পাওয়া খবর অনুসারে, দুজনের মধ্যে প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছে। রাজকুমার হিরানিই আমির খানের কাছে সিনেমার অফার নিয়ে যান। গল্প পছন্দ হয়েছে আমিরেরও। শাহরুখ খানের ডাঙ্কি মুক্তি পাওয়ার পর তাঁরা এই ছবির কাজে হাত দেবেন। এটি একটি বায়োপিক।
দুজনের ঘনিষ্ঠ এক সূত্র এই বিষয়ে পিঙ্কভিলাকে জানায়, ‘রাজকুমার হিরানি আর আমির খান একে-অপরকে খুব পছন্দ করেন একথা সত্যি। তাঁরা একসঙ্গে কাজ করতে চাইছিলেন অনেকদিন ধরেই। অবশেষে একটা বিষয় দুজনেরই পছন্দ হয়েছে। যা একটি বায়োপিক। আমির তো শুনে প্রায় উত্তেজিত হয়ে পড়েছিলেন।’
তবে এখনই এই বায়োপিকের কাজ শুরু হওয়ার সম্ভাবনা নেই বলেই জানায় ওই সূত্র। ‘রাজু স্যার বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ডাঙ্কির কাজ নিয়ে ব্যস্ত। সেই সিনেমা শেষ হলেই তিনি হয়তো ওই বায়োপিকের কাজ শুরু করবেন। চিত্রনাট্য, রেইকি-সহ বাদবাকি প্রি প্রোডাকশনের কাজ।’
প্রসঙ্গত, ডাঙ্কি দিয়েই শাহরুখ খানের সঙ্গে প্রথম কাজ করতে চলেছেন রাজকুমার হিরানি। ছবিতে আরও রয়েছেন তাপসী পান্নু এবং ভিকি কৌশল। ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি পাওয়ার প্রাথমিক কথা রয়েছে। যদিও বড় সম্ভাবনা পিছিয়ে ২০২৪ হওয়ার।
কাজের সূত্রে, আমির খানের শেষ ছবি আমির খান এবং কারিনা কাপুর অভিনীত লাল সিং চাড্ডা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছিল বয়কটের ডাক। ট্যাম হ্যাঙ্কসের বিখ্যাত হলিউড সিনেমা ফরেস্ট গাম্প (১৯৯৪) এর অফিসিয়াল হিন্দি রিমেক বানান পরিচালক অদ্বৈত চন্দন। ছবিতে আমির-করিনা ছাড়াও ছিলেন মোনা সিং এবং নাগা চৈতন্য। এটি সমালোচকদের কাছ থেকে মিশ্র পর্যালোচনা পায়। এবং প্রায় ৩০০ কোটি বাজেটের ছবিটি বিশ্বব্যপী মাত্র ১২৯.৬৪ কোটি আয় করে। ছবিটি পরে নেটফ্লিক্সে মুক্তি পায়।
For all the latest entertainment News Click Here