‘চলুন সিগারেট খেয়ে আসি’, ভক্তের এমন উদ্ভট প্রস্তাবে কী প্রতিক্রিয়া শাহরুখ খানের?
রবিবার বলিউড কেরিয়ারের ৩১ বছর পূর্ণ করলেন শাহরুখ খান। ১৯৯২ সালে প্রয়াত বলিউড অভিনেত্রী দিওয়ানা দিয়ে শুরু হয়েছিল তাঁর অভিনয়ের পথ চলার। আর এই বিশেষ উপলক্ষে তিনি টুইটারে একটি আস্ক মি এনিথিং সেশনের আয়োজন করেছিলেন। আর বরাবরের মতো এবারেও অভিনেতার ভক্তরা কিছু উদ্ভট প্রশ্ন নিয়ে এসেছিলেন।
প্রশ্ন-উত্তর পর্বের ঘোষণা করে শাহরুখ খান রবিবার ফেসবুকে লিখলেন, ‘বাহ! এই মাত্র অনুভব করতে পারলাম আজ থেকে ৩১ বছর আগে আজকের দিনেই দিওয়ানা স্ক্রিন হিট করেছিল। বেশ ভালো একটা রাইড ছিল এটা। আজ কি আমরা ৩১ মিনিটের #AskSRK করতে পারি?’
এরপর একজন ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, ‘দিওয়ানার সেটের একটি জিনিস যা আপনি কখনই ভুলতে পারবেন না?’ যাতে কিং খান জবাব দিলেন, ‘দিব্যাজি (দিব্যা ভারতী) ও রাজজির (রাজ কানওয়ার) সঙ্গে কাজ করছি।’ অপরজন প্রশ্ন করেন, ‘স্যার আপনি যখন নিজের এপিক এন্ট্রিটা দেখেন তখন নিজের কেমন লাগে। ৩১ বছর পরে এসেও আমাদের শিহরণ জাগায়।’ জবাবে শাহরুখ লিখলেন, ‘হেলমেট পরা উচিত ছিল।’
আরেকজনের প্রশ্ন, ‘এই ৩১ বছরে আপনার কাছে সবচেয়ে গর্বের বিষয় কী?’ যাতে কিং খান লেখেন, ‘এত বছর ধরে এত মানুষকে বিনোদন করতে পারা।’ অপর এক ভক্ত জানতে চান, ‘আপনি সর্বদা একজন অনুপ্রেরণা ছিলেন স্যার। বাকি বছরের জন্য কোনও অনুপ্রেরণামূলক লাইন?’ জবাবে পাঠান অভিনেতা লিখলেন, ‘কাজের প্রতি আরও কঠোর মনোযোগ দাও… পরিবারকে আরও সময় দাও।’
শাহরুখ এসবের মাঝে তাঁর কাছে আসা সেই উদ্ধট প্রস্তাবটিরও জবাব দেন। একজন শাহরুখকে ট্যাগ করে টুইটারে লেখেন, ‘চলুন একসঙ্গে সিগারেট খেয়ে আসি।’ আর তাতে কিং খানের জবাব ছিল, ‘আমার নিজের খারাপ অভ্যেসগুলো আমি নিজের মধ্যেই রাখি।’
কেরিয়ারের ৪ বছরের লম্বা বিরতির পর চলতি বছরই সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ দিয়ে কামব্যাক হয়েছে শাহরুখ খানের। যা ধামাকেদার ভাবে ব্যবসা করে বক্স অফিসে। বিশ্বব্যপী ছবির আয় ছিল ১০০০ কোটির কাছাকাছি। আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে কিং খানের হোম প্রোডাকশনের ‘জাওয়ান’। যার পরিচালনা করছেন আটলি। এই সিনেমায় শাহরুখের বিপরীতে রয়েছেন নয়নতারা। অ্যাকশন থ্রিলার জাওয়ান ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।
এদিকে রাজকুমার হিরানির ডানকি আসার কথা ছিল ডিসেম্বরে। যদিও তা পরের বছর অর্থাৎ ২০২৪ সালে মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে। এই ছবিতে শাহরুখের সঙ্গে আছেন তাপসী পান্নু। এছাড়াও সলমন খানের স্পাই থ্রিলার ‘টাইগার ৩’-তে এন্ট্রি নেওয়ার কথা রয়েছে পাঠান শাহরুখ খানের। ঠিক যেমন ‘পাঠান’-এ নিয়েছিলেন ভাইজান।
For all the latest entertainment News Click Here