চলতি মাসেই দিল্লিতে বাগদান পরিণীতি আর রাঘবের! কোন দিনে-কোথায় হবে শুভকাজ?
অনেক জল্পনা-কল্পনার অবসান হতে চলেছে অবশেষে। খবর মিলছে দিল্লিতে ১৩ মে বাগদান সারবেন পরিণীতি চোপড়া এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা। গত মাসে দুজনকে মুম্বইতে একসঙ্গে দেখার পর থেকেই শুরু হয় আলোচনা। ডেটিং নিয়ে গুজবও রটে।
গত মাসে মুম্বইতে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর তখনই রটে যায় যে লুকিয়ে পরিবারের উপস্থিতিতে বাগদান সেরেছেন তাঁরা। সেই সময় দেশে সিটাডেলে-র প্রোমোশন করেন প্রিয়াঙ্কা। যদিও পরিণীতি বা রাঘব কেউই তাঁদের সম্পর্কের ব্যাপারটি এখনও নিশ্চিত করেননি!
পরিণীতির ‘কোড নাম: তিরঙ্গা’র সহ-অভিনেতা হার্ডি সান্ধু মিডিয়ার সঙ্গে কথোপকথনের সময় জানান, ‘ফোন করে ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন’ পরীকে। ‘আমি খুব খুশি যে এটি অবশেষে ঘটছে। আমি ওদের শুভেচ্ছাও জানিয়েছি’, হার্ডি একটি সাক্ষাৎকারে বলেন ডিএনএকে। এদিকে আবার আম আদমি পার্টির সাংসদ সঞ্জীব অরোরা ২৮ মার্চ পরিণীতি এবং রাঘবকে অভিনন্দন জানাতে টুইটারে লিখেছিলেন, ‘আমি @রাঘব_চাড্ডা এবং @পরিণীতি চোপড়াকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। ওদের এই বন্ধন প্রেম ও আনন্দে ভরে উঠুক। আমার আন্তরিক শুভেচ্ছা!!!’
এসব গুজবের মধ্যেই লাইফস্টাইল এশিয়া ইন্ডিয়াকে পরিণীতি বলেন, ‘আমি যদি কেউ না হতাম বা আমাকে নিয়ে কেউ আগ্রহী না হত, তাহলে মনে করতাম এতদিন অভিনেতা হিসেবে যা অর্জন করতে চেয়েছিলাম, তা করতে পারিনি। একজন সফল অভিনেতা যেমন বিখ্যাত হবেন, তেমনই প্রত্যেকের বসার ঘরের আলোচনার অংশ হবে, সংবাদের-সংবাদ চ্যানেলের অংশ হবে, ডিজিটাল মিডিয়ার অংশ হবে, পাপারাজ্জি কালচারের অংশ হবে।’
এর আগে রাঘবকে পরিণীতি প্রসঙ্গে পাপারাজ্জিরা প্রশ্ন করলে জবাব এসেছিল, ‘আমাকে রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতি নিয়ে নয়।’
এদিকে জানা যাচ্ছে, রাঘব চাড্ডা ও পরিণীতির সম্পর্ক নাকি কলেজে পড়ার সময় থেকেই। তাঁরা লন্ডনে একসঙ্গে পড়াশোনা করেছেন। তবে তখন ছিল বন্ধুত্ব, পরে সেটাই অন্য রূপ নেয়। এর মধ্যে বেশ কয়েকবার অভিনেত্রীকে দেখা গিয়েছে ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে। এখন দেখার সত্যি মে মাসে অংটি বদল করেন নাকি পরী-রাঘব।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here