চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে কলকাতায় অমিতাভ, জানেন বিগ বি-র কোন ছবি দেখানো হবে আজ?
বেজে গেল চলচ্চিত্র উৎসবের ডঙ্কা। আজ চাঁদের হাঁট বসবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গেছেন অমিতাভ বচ্চন। বিমান বন্দরে বিগ বি-কে দেখেই উঠেছিল ‘অমিতাভ’, ‘অমিতাভ’ চিৎকার! তবে জয়া বচ্চনের থাকার কথা থাকলেও, বিমানবন্দরে তাঁর দেখা মেলেনি। শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, অরিজিৎ সিং, কুমার শানু প্রমখদের থাকার কথাও আছে আজকের অনুষ্ঠানে। বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।
সাদা কুর্তা-পাজামার সঙ্গে লাল-কালো জ্যাকেটে দেখা মিলল অমিতাভের। বিমানবন্দরে তাঁকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। তবে ছবির জন্য সময় নষ্ট না করে সোজা গাড়িতে উঠে যান বিগ বি।
বলে রাখা ভালো, এবারের চলচ্চিত্র উৎসব কিন্তু অমিতাভময়। ১৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এটি চলবে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে অমিতাভ বচ্চনের অভিমান ছবিটি। এবার অমিতাভ বচ্চন ৮০ বছরে পা রাখা উপলক্ষে তাঁর নানান কাজ নিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়েছে। নজরুল তীর্থ এবং গগনেন্দ্র প্রদর্শনশালায় অমিতাভকে শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্য আয়োজন করা হবে সেই বিশেষ প্রদর্শনীর। সঙ্গে এবারে তাঁর ৯টি ছবি দেখানো হবে।
বরাবরই অমিতাভের সঙ্গে বাংলার সম্পর্ক মধুর। বাংলার জামাই যে তিনি! আগের দুটো চলচ্চিত্র উৎসবেই শরীর অসুস্থ থাকার জন্য আসতে পারেননি তিনি। তবে এবার সবটা উসুল করে নেবে কলকাতা।
প্রসঙ্গত, ২০২১ সালে করোনার কারণে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা যায়নি। ফলত চলতি বছরের ২৫ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ২৭ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলেছিল কলকাতায়। সাত মাস কাটতে না কাটতেই ২৮তমর পালা। সিনেমা-জ্বরে কাঁপছে এখন তিলোত্তমা।
For all the latest entertainment News Click Here