চরিত্রগুলোয় প্রাণ এনেছে- ব্যোমকেশের শুটিং শেষ সৃজিতের, প্রশংসা অনির্বাণ-রাহুলের
বিরসা এবং দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবির শুটিং শেষ হওয়ার কদিনের মধ্যেই একই গল্প অবলম্বনে তৈরি করা ওয়েব সিরিজের শুটিং শেষ করলেন সৃজিত মুখোপাধ্যায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দুর্গ রহস্য গল্প অবলম্বনে এই ছবি এবং সিরিজ তৈরি হচ্ছে। বড় পর্দায় ব্যোমকেশ হিসেবে ধরা দেবেন দেব। আর সঙ্গে রুক্মিণী থাকবেন সত্যবতী হয়ে। অন্যদিকে সৃজিতের ব্যোমকেশ হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য এবং অজিত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সোহিনী সরকারকে দেখা যাবে সত্যবতীর বেশে। এই সিরিজের শুটিং শেষ করে আপডেট দিলেন সৃজিত।
রবিবার, ১৮ জুন এই সিরিজের শুটিং শেষের খবর দিলেন পরিচালক। অনির্বাণ এবং রাহুলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘আমার ব্যোমকেশ আর অজিতের শুটিং শেষ হল। অনির্বাণ ভট্টাচার্য এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ঠিক কী বলে বোঝানো যাবে না।’ তিনি এই দুই অভিনেতার প্রশংসা করে লেখেন, ‘ওরা নিজেদের জান প্রাণ লাগিয়ে দিয়েছে এই চরিত্র দুটোকে প্রানবন্ত করে তোলার জন্য। নিজেদের মতো কিছু বদল করেছে, আলাদা চার্ম এনেছে গোটা বিষয়েই। ওদের কেমিস্ট্রি সত্যিই অসাধারণ। না দেখলে বোঝা যাবে না।’ এই পোস্টে তিনি দুর্গ রহস্য, হইচই বেস্ট অব বেঙ্গল, ইত্যাদি হ্যাশট্যাগ ব্যবহার করেন। এক সিরিজটি আগামীতে হইচইতে মুক্তি পেতে চলেছে।
এছাড়া তিনি একটি ব্যুমারাং পোস্ট করেন তাঁর গোটা টিমের সঙ্গে। সেখানে রাহুল, অনির্বাণ, ‘মণিলাল’ দেবরাজ থাকলেও ‘সত্যবতী’ সোহিনীর দেখা পাওয়া যায়নি। এই ভিডিয়ো পোস্ট করে লেখেন ‘ব্যোমযাত্রীর ডায়েরি।’
প্রসঙ্গত বড় পর্দার জন্য সৃজিতের ব্যোমকেশ পরিচালনা করার কথা ছিল। কিন্তু তিনি সেখানে ব্যোমকেশ হিসেবে দেবকে চাননি। তাঁর পছন্দ ছিল অনির্বাণকে। প্রযোজনা সংস্থা রাজি না হওয়ায় তিনি সরে আসেন প্রজেক্ট থেকে। এবং নিজের মতো এই ওয়েব সিরিজ বানান একই গল্পে। অন্যদিকে তখন বড় পর্দার ব্যোমকেশের আসনে বসেন বিরসা দাশগুপ্ত।
For all the latest entertainment News Click Here