চরম লজ্জায় ডুবে গিয়েছে WI, তাতেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন হোল্ডার
চলতি বছর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। বিশ্ব ক্রিকেটের মেগা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বড় অঘটন। অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের মূল পর্ব থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। ভয়ংকর আক্রমণাত্মক বোলিং এবং ব্যাটিং লাইনআপ নিয়ে দীর্ঘদিন বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছে ক্যারিবিয়ানরা। তবে কোনও কিছুর উত্থান থাকলে পতন যে হবেই, এই কথাটা ওয়েস্ট ইন্ডিজের জন্য পুরোপুরি সার্থক। ৪৮ বছরের বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার দেখা যাবে না ক্যারিবিয়ানদের। শনিবার স্কটল্যান্ডের কাছে সাত উইকেটে পরাজয়ের সঙ্গে সঙ্গে এবারের বিশ্বকাপে জায়গা করে নিতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের এমন পারফরম্যান্সে প্রত্যেকেই হতাশ।
২০২০ সালের পর থেকে নিজেদের ধারাবাহিকতা হারাতে থাকে ক্যারিবিয়ানরা। একের পর এক তারকা ক্রিকেটাররা অবসর নেওয়ার ফলে বিপাকে পড়ে তারা। ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দ্রপল, ক্রিস গেইলদের মতো ক্রিকেটারদের উপর অতিরিক্ত নির্ভরতার কারণে আগের বিশ্বকাপ গুলিতে ভালো পারফরম্যান্স করতে পারেনি এই দীপ রাষ্ট্র। এছাড়া তারকা ক্রিকেটারদের সঙ্গে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের ঝামেলা তো রয়েছেই। সব মিলিয়ে এক মারাত্মক দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমান দল।
২০০৭ সালে নিজেদের ঘরের মাঠের বিশ্বকাপেও লজ্জাজনক পারফরম্যান্স করে ব্রায়ান লারার দল। সাতটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জেতে তারা। ওই বছরই শেষ বিশ্বকাপ খেলেন লারা। ২০১১ এবং ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছয় ক্যারিবিয়ানরা। ২০১৯ সালের শেষ বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের থেকে হতাশাজনক পারফরম্যান্স দেখেন সমর্থকরা। বিশ্বকাপের মূল পর্ব থেকে তাদের বাদ পড়ার পর, দলের অলরাউন্ডার জেসন হোল্ডার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সমস্যাগুলি তুলে ধরেন। তিনি বলেন, ‘ক্রিকেট কোনও ব্যক্তিগত বা আঞ্চলিক বিষয় নয়। আমাদের প্রত্যেককেই দলগতভাবে জিনিসটা নিতে হবে। একটা গ্রুপ হিসাবে আমাদের নিজেদের এগিয়ে যাবার চিন্তাভাবনা শুরু করতে হবে। সত্যিই এটার খুব দরকার। আমরা জানতাম কী ঝুঁকির আমাদের ছিল। আমাদের যোগ্যতা অর্জনের সুযোগ ছিল। আমাদের স্কটল্যান্ডের সঙ্গে খেলা এবং তাদের হারানোর সত্যিই ভালো সুযোগ ছিল। কিন্তু আমরা তা করিনি।’
এখানে না থেমে তিনি আরও যোগ করেন, ‘দলের সঙ্গে আমার কাটানো সম্ভবত সবথেকে খারাপ সময়ে এটা। তবে এখনই সবকিছু শেষ হয়ে যায়নি। আমি নিকোলাস পুরানের জন্য সত্যিই খুশি। ও যেভাবে পুরো প্রতিযোগিতা জুড়ে খেলেছে তা সত্যিই অসাধারণ। একজন অল্প বয়সী ছেলে যখন বড় মঞ্চে সুযোগ পেয়ে ভালো খেলে তখন সত্যিই ভালো লাগে। আমাদের যা সমস্যা রয়েছে তা সত্যি দ্রুত সমাধান সম্ভব নয়। এটার জন্য অনেকটা সময় লাগবে। আমাদের নিচের স্তরের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে হবে। আশা করি, আগামী কয়েক বছরের মধ্যে আমরা সেই ফসলের ফল দেখতে পাব।’
For all the latest Sports News Click Here