চতুর্থ স্ত্রীর সঙ্গে আগের সন্তানদের বয়স ১,২, এবং ৩ বছর, ফের বাবা হলেন ৬৩-র গায়ক
বয়স ৬৩, এই বয়সে আবারও একবার বাবা হলেন পপশিল্পী জামাল আবদিল্লাহ। চতুর্থ সন্তানের জন্ম দিলেন তাঁর বছর ২৭-এর স্ত্রী ইজ্জতি। সোমবার বিকেল সাড়ে ৫টার সময় কুয়ালালামপুরের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন জামাল আবদিল্লাহ। পপশিল্পী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অস্ত্রোপচার করেই সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী, মা ও সন্তান সুস্থ আছেন। তবে আপাতত আরও কয়েকটা দিন ওকে হাসপাতালেই রাখবেন চিকিৎসকরা, তারপর ছাড়া হবে।
৬০ বছর বয়সী জামাল আবদিল্লাহ জানান, ‘সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ যে আমার স্ত্রী নিরাপদে ২.৭ কিলোগ্রাম ওজনের একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ওকে দেখতে হুবহু আমার মতো। পবিত্র রমজান মাসে আমাদের মেয়ে এসেছে, ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। এবারের ইদ পরিবারের সকলের ভালো কাটবে। পরিবারকে সম্পূর্ণ করার জন্য দীর্ঘ সময় কন্যা সন্তানের জন্য অপেক্ষা করেছি, অবশেষে ও এসেছে।’
আরও পড়ুন-ছোট্ট ড্রেস পরে হাঁটতে পারছিলাম না, নিচে দাঁড়িয়ে থাকা সকলে তখন উপরে আমার দিকে দেখছিল: রানি
আরও পড়ুন-অন্তঃসত্ত্বা সানাকে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন স্বামী, আনাস সইয়াদকে তুলোধনা নেটপাড়ার
জানা যাচ্ছে পপশিল্পী জামাল আবদিল্লাহ মেয়ের নাম রেখেছেন, রাহিল লরা সালসাবিন ইয়ামানি। কন্যা রাহিলের আগে তাঁদের আরও তিন সন্তান রয়েছে। যাঁদের বয়স যথাক্রমে ১, ২, ও ৩ বছর। ২০১৭ সালে ১ এপ্রিল ইজ্জতিকে বিয়ে করেছিলেন পপশিল্পী জামাল আবদিল্লাহ। ইজ্জতি তাঁর চতুর্থ স্ত্রী।
পপশিল্পী জামাল, যার আসল নাম জামাল উবাইদিল্লাহ হাজী মহম্মদ আলি। তাঁর আগের তিন স্ত্রীর নাম বাসারিয়া আব্দুল লতিফ, নোরাইনা মহম্মদ ইউসুফ এবং ফাতিমাতুজারাহ সামাদ। এদের তিনজনের সঙ্গেই আগে বিবাহ-বিচ্ছেদ হয়েছিল জামালের। পূর্বের স্ত্রীদের সঙ্গেও জামাল আবদিল্লাহ আরও দুই পুত্র সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রী নোরাইনার সঙ্গে তাঁর একটি বছর ২১-র ছেলে রয়েছে, তৃতীয় স্ত্রী ফাতিমাতুজারাহের সঙ্গে তাঁর ১৭ বছরের এক সন্তান রয়েছে। তাঁর পূর্বের দুই পুত্রই বাবার পথে হেঁটে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
মালয়েশিয়ার জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের মধ্যে জামাল আবদিল্লাহ অন্যতম নাম। ৫ দশকেরও বেশি সময় ধরে তিনি সঙ্গীতের দুনিয়ায় রাজত্ব করে আসছেন। মালয়েশিয়া ছাড়াও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের সঙ্গীতপ্রেমীরা তাঁর গানে মুগ্ধ।
For all the latest entertainment News Click Here