চঞ্চলে মন শ্রীলেখার, বলেই ফেললেন ‘কুছ কুছ হোতা হ্যায়’…
পরনে সবুজ ডিজাইনার শাড়ি, হলুদ ব্লাউড, মঞ্চে দাঁড়িয়ে লাজুক হাসিতে পুরস্কার হাতে দাঁড়িয়ে রয়েছেন শ্রীলেখা মিত্র। পাশে দাঁড়িয়ে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনেতার পরনেও সবুজ পাঞ্জাবি। বলা যেতে পারে শ্রীলেখা-চঞ্চলের রং মিলান্তি। এমনই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্রীলেখা নিজেই, সঙ্গে লুকিয়ে না রেখে বলেই ফেললেন চঞ্চলের প্রতি তাঁর ভালো লাগার কথা।
ঠিক কী লিখেছেন শ্রীলেখা মিত্র?
শ্রীলেখা লিখেছেন, ‘এই ছবিটা…কুছ কুছ হোতা হ্যায়, আমাদের একসঙ্গে কেউ কাস্ট করুন প্লিজ। খুব সম্ভবত ছবিটা রুদ্রনীল ঘোষের তোলা।’ শ্রীলেখার এই পোস্টের নিচে কমেন্টের বন্যা। কেউ লিখেছেন ‘আরে আলোচনা করে পোশাক পরেছিলেন নাকি?’ কেউ বলেছেন ‘প্রযোজক পেলে আমি রাজি।’ কারোর কথায়, ‘এর থেকে সুন্দর, এর থেকে মধুর ফ্রেম বোধহয় আর হয় নাগো শ্রীলেখা দি’, কেউ আবার দুজনের মিল খুঁজে পেয়ে বলেছেন, ‘দুজনেই প্রয়াত বাবাকে মিস করেন।’ কারোর কথায়, ‘সত্যিই খুব লোভনীয় জুটি।’
আরও পড়ুন-‘ওঁঁরা অনুপ্রেরণা দেয়, এই নৃত্যশিল্পীদের সঙ্গে নাচের ক্লাস করতে চাই’, দেখা করে বললেন হৃত্বিক
আরও পড়ুন- কথা বলতে গিয়ে অপ্রস্তুত! উরুতে গরম কফি উল্টে ফেললেন রণবীর, তারপর?
চঞ্চল চৌধুরীকে ভালো লাগার বিষয়ে শ্রীলেখা মিত্র সম্প্রতি আজকাল ডট ইনকে বলেন, ‘বুদ্ধি, মেধা, মনন কোনও পুরুষকে ঘিরে থাকলে ভালো লাগে, শ্রদ্ধা জাগে। চঞ্চল চৌধুরীও তাই। অনেকদিন পর কাউকে ভালো লাগল।’ শ্রীলেখা জানিয়েছেন চঞ্চলের অভিনয় দেখে তিনি মুগ্ধ। তাঁকে দেখে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসের কথা মনে পড়ে। এক্কেবারেই খাঁটি বাঙালি। চঞ্চল চৌধুরীকে ভীষণই ভদ্র, অমায়িক বলে ব্যাখ্যা করেন অভিনেত্রী।
প্রসঙ্গত, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই এই মুহূর্তে বেশ জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বিশেষ করে বাংলাদেশের ছবি ‘হাওয়া’, ওয়েব সিরিজ ‘কারাগার’ ছবিতে অভিনয়ের পর থেকেই সেই জনপ্রিয়তা বেশ বেড়েছে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’-এ মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
অন্যদিকে অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনাতেও মন দিয়েছেন শ্রীলেখা মিত্র। তাঁর পরিচালিত শর্ট ফিল্ম ‘ছাদ’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও একটি বিজ্ঞপনের পরিচালনাও করেছেন তিনি।
For all the latest entertainment News Click Here