চকোলেট বয় হিরো নয় একেবারে সিক্স প্যাকস অ্যাবস, রণবীরের ছবি শেয়ার করলেন ট্রেনার
৮ মার্চ বক্স অফিসে মুক্তি পেয়েছে লাভ রঞ্জন পরিচালিত ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। ছবির বেশ কিছু দৃশ্যে রণবীরকে শার্টলেস হয়ে দেখা গিয়েছে। অভিনেতা নিজের সিক্স প্যাক অ্যাবস ফ্লন্ট করেছেন ক্যামেরার সামনে। ফিট অবতারে রণবীকে দেখে রীতিমতো চোখ কপালে দর্শকদের।
সম্প্রতি রণবীরের ফিটনেস ট্রেনার শিবম নেটমাধ্যমের পাতায় অভিনেতার শার্টলেস ছবি শেয়ার করেছেন। জিম ট্রেনিং সেশনের ফাঁকে তোলা রণবীরের এই ছবি দুটি। নির্মেদ এবং সুঠাম চেহারার তৈরির জন্য অভিনেতা যে পরিশ্রম করেছেন, সেই শৃঙ্খলা এবং উত্সর্গের জন্য রণবীরের প্রশংসা করেছেন শিবম। নেটমাধ্যমের পাতায় দীর্ঘ পোস্টে তিনি লেখেন, ‘আপনারা যা দেখছেন তা সত্যিই একটি সুশৃঙ্খল জীবনধারা, উত্সর্গ এবং প্রচুর পরিশ্রমের উদাহরণ। দলের প্রচেষ্টা এবং মন থেকে পরিশ্রম না করলে অর্জন করা অসম্ভব’।
তিনি আরও লেখেন, ‘পুষ্টি, পরিপূরক, প্রশিক্ষণ কিন্তু যে কোন কিছুর চেয়েও বেশি কিছু, আপনার লক্ষ্য অর্জনের প্রথম কারণ। এটিই আপনাকে বাকিদের থেকে আলাদা করে। সকাল ৪টের সময় ট্রেনিং শুরু, রাত ১১.৩০-এ ট্রেনিং সেশন। এমনকি কখনও কখনও শুটিংয়ের মধ্যে সময় বের করা, রণবীর সবই করেছেন’। আরও পড়ুন: ডিপ নেক লাল গাউনে শো স্টপার শোভিতা, রূপের ছটায় ফিকে অন্যরা
ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখার জন্য রণবীরের প্রশংসা করেছেন শিবম। গত নভেম্বরে কন্যা সন্তানের বাবা হয়েছেন রণবীর। অভিনেতার ফিটনেস ট্রেনার লেখেন, ‘ব্যক্তিগত জীবনের সঙ্গে পেশাগত জীবনের ভারসাম্য বজায় রেখেছেন। এই সমস্ত জিনিস বই পড়া থেকে শেখা যায় না, এগুলি এমন মূল্যবোধ যা নিজেকে আত্মসাৎ করতে হয়। তোমাকে নিয়ে গর্বিত ভাই। দ্য অ্যানিমেল দেখার অপেক্ষায় রইলাম’।
রঙের উৎসবের আবহে বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। পরিচালক লাভ রঞ্জনের এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন রণবীর-শ্রদ্ধা। নতুন জুটিতে মুগ্ধ ভক্তরা। দেশের বক্স অফিস রিপোর্ট বলছে, মুক্তির প্রথম দিন সন্তোষজনক ব্যবসা করেছে এই রমকম। দেশের বক্স অফিসে প্রথম দিন ১৫.৭৩ কোটির ব্যবসা করেছে ‘তু ঝুটি ম্যায় মক্কার’।
রণবীরকে আগামীতে ‘অ্যানিমেল’ ছবিতে দেখা যাবে। বিপরীতে থাকবেন রশ্মিকা মান্দানা। রয়েছেন অনিল কাপুর এবং ববি দেওলও। এই বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে এই ছবি।
For all the latest entertainment News Click Here