ঘোষিত WCPL-এর সূচি, ফাইনালে উঠলে ঘরের মাঠে খেতাব রক্ষার সুযোগ পাবে নাইট রাইডার্স
উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের দ্বিতীয় মরশুমের সূচি ঘোষিত হল। টুর্নামেন্ট শুরু হবে ৩০ অগস্ট। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর। ১১দিনের টুর্নামেন্টে গত মরশুমের মতোই অংশ নেবে ৩টি দল ত্রিনবাগো নাইট রাইডার্স, বার্বাডোজ রয়্যালস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দ্বিতীয় মরশুমে। প্রতিটি দল লিগে একে অপরের বিরুদ্ধে দু’বার করে মাঠে নামবে। সুতরাং, লিগে প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। লিগ টেবিলের শীর্ষে থাকা দুটি দল একে অপরের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে মাঠে নামবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি খেলা হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয়। অর্থাৎ গতবারের চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স যদি এবারও ফাইনালে ওঠে, তবে ঘরের মাঠে খেতাব রক্ষার লড়াইয়ে নামার সুযোগ পাবে।
ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছু আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার টুর্নামেন্টে অংশ নেবেন। যদিও কোন কোন নামি বিদেশি ক্রিকেটার এবছর উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে মাঠে নামবেন, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন:- IND vs AUS: WTC ফাইনালই কি রাহানের জন্য শেষ সুযোগ? অজিঙ্কার ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন দ্রাবিড়
ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের সিইও পিট রাসেল এই প্রসঙ্গে বলেন, ‘আমরা ভীষণ আনন্দিত যে, এবছর উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের সূচিকে বর্ধিত করা গিয়েছে। এবছর টুর্নামেন্টের প্রসারে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ত্রিনিদাদ ও টোবাগোর সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। আগামী ১০ সেপ্টেম্বর তিনটি দুর্দান্ত দলের মধ্যে কোনও এক দলের হাতে ট্রফি উঠতে দেখার জন্য আমরা উন্মুখ হয়ে রয়েছি।’
আরও পড়ুন:- ফেসবুকে জনপ্রিয়তায় প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন ম্যান সিটিকে ছাপিয়ে দুইয়ে উঠল CSK, অল্পের জন্য রক্ষা পেল রিয়ালের আধিপত্য
উল্লেখ্য, গত বছর প্রথমবারের জন্য অনুষ্ঠিত হয় উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ। এবারের মতো গত বছরও টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তিন দলের। যদিও রাউন্ড রবিন লিগে তিনটি দল একবার করে একে অপরের মুখোমুখি হয়। সুতরাং লিগের তিনটি ও ফাইনাল মিলিয়ে টুর্নামেন্টে মোট ৪টি ম্যাচ আয়োজিত হয়।
ত্রিনবাগো নাইট রাইডার্স লিগের ম্যাচে হারিয়ে দেয় রয়্যালসকে। অ্যামাজন বনাম নাইট রাইডার্স ম্যাচ পরিত্যক্ত হয়। লিগ টেবিলের শীর্ষে থেকে ফাইনালে ওঠে নাইট রাইডার্স। পরে অ্যামাজনকে হারিয়ে খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জন করে বার্বাডোজ রয়্যালস। ফাইনালে বার্বাডোজকে হারিয়ে উদ্বোধনী উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের খেতাব হাতে তোলে ত্রিনবাগো নাইট রাইডার্স।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here