ঘোষিত হল IPL-এর দু’টি নতুন দল, দেখে নিন নিলাম সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য
নির্ধারিত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়র লিগের নতুন দু’টি দল। বাড়তি দু’টি দল বিক্রি করে বিপুল অর্থ ঢুকল বোর্ডের কোষাগারে। দেখে নেওয়া যাক আইপিএলের দু’টি নতুন দলের নিলাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ ১৫টি তথ্য।
১. পরের মরশুম থেকে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অনুষ্ঠিত হবে ১০ দলের।
২. ২টি নতুন দলের জন্য ১০টি সংস্থা বিড জমা দেয়।
৩. আমদাবাদ, লখনউ, ধরমশালা, ইন্দোর, কটক ও গুয়াহাটি, আইপিলের নতুন দলের লড়াইয়ে ছিল এই ৬টি শহর।
৪. নতুন দলের মালিকানার লড়াইয়ে ছিল আদানি গ্রুপ, গোয়েঙ্কা গ্রুপ, সিভিসি ক্যাপিটালের মতো সংস্থাগুলি।
৫. ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজার্স ফ্যামিলিও লড়াইয়ে নাম লেখায়।
৫. শেষমেশ আইপিএলে যোগ দেয় লখনউ ও আমদাবাদ।
৭. RPSG Ventures Ltd ৭০৯০ কোটি টাকায় লখনউয়ের মালিকানা কিনে নেয়।
৮. ৫৬২৫ কোটি টাকায় আমদাবাদের মালিকানা চলে যায় CVC Capital Partners-এর হাতে।
৯. গ্লেজার্সদের তরফে ৫০০০ কোটি টাকার মতো বিড জমা দেওয়া হয় বলে খবর।
১০. ২টি বাড়তি দল যোগ দেওয়ায় পরের আইপিএলে মোট ৭৪টি ম্যাচ আয়োজিত হবে।
১১. ১০টি দলকে ৫টি করে দলের ২টি গ্রুপে ভাগ করে দেওয়া হবে।
১২. প্রতিটি দল ঘরের মাঠে ৭টি ম্যাচ খেলবে। অ্যাওয়ে ম্যাচ খেলবে ৭টি।
১৩. দু’টি নতুন আইপিএল দল বিক্রি করে বোর্ডের আয় হয় ১২৭১৫ কোটি টাকা।
১৪. আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির হোম স্টেডিয়াম হতে চলেছে মোতেরার নবনির্মিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম, দর্শকাসনের নিরিখে যা এই মুহূর্তে বিশ্বের সবথেক বড় ক্রিকেট স্টেডিয়াম।
১৫. লখনউ ফ্র্যাঞ্চাইজির বেস ক্যাম্প হতে চলেছে ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী স্টেডিয়াম।
For all the latest Sports News Click Here