ঘোর দুশ্চিন্তা, বিশ্বকাপের আগে একটানা ODI হারের হতাশাজনক নজির ভারতের
চেষ্টায় ত্রুটি নেই। নিতান্ত খারাপ খেলছে, এমনটাও বলা যাবে না। তবে বিশ্বকাপের আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্রমাগত হেরে চলার রেকর্ড দুশ্চিন্তায় রাখছে সমর্থকদের।
মাস ফুরোলে নিউজিল্যান্ডের মাটিতেই বসবে মহিলা বিশ্বকাপের আসর। তাঁর আগে স্টেজ রিহার্সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ হেরে বসেন মিতালিরা। ৫ ম্যাচের সিরিজের প্রথম তিনটি ম্যাচে ইতিমধ্যেই পরাজিত হয়েছে ভারতীয় দল। তার আগে একমাত্র টি-২০ ম্যাচেও পরাজয়ের মুখ দেখতে হয়েছে হরমনপ্রীতদের। সিরিজের বাকি দু’টি ম্যাচে জিততে না পারলে বিশ্বকাপের আগে দলের মনোবল যে তলানিতে পৌঁছবে, সেটা বুঝে নিতে অসুবিধা হয় না।
আপাতত টানা ওয়ান ডে ম্যাচ তথা সিরিজ হারের সর্বকালীন রেকর্ড গড়ে বসেছে ভারত। ২০১৯-২০ মরশুমে ভারতের মহিলা ক্রিকেট দল শেষবার দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তার পর থেকে এই নিয়ে টানা ৪টি ওয়ান ডে সিরিজ হারেন মিতালিরা। তার আগে কখনও ২টির বেশি একটানা ওয়ান ডে সিরিজ হারেনি ভারত।
তাছাড়া প্রথমে ব্যাট করে টানা ১০টি ওয়ান ডে ম্যাচ হারের হতাশাজনক মাইলস্টোনও গড়ে ফেলেছে ভারতের মহিলা ক্রিকেট দল। তারা শুরুতে ব্যাট করে শেষবার কোনও ওয়ান ডে ম্যাচ জেতে ২০১৯ সালের নভেম্বরে। সুতরাং, কোহলির সেঞ্চুরির মতোই দীর্ঘ হচ্ছে প্রতীক্ষা। গত দু’বছরে প্রথমে ব্যাট করে কোনও ওয়ান ডে ম্যাচ জেতেনি ভারতের মেয়েরা। সেই থেকে যে ১০টি ম্যাচে হেরেছে ভারত, দেখে নেওয়া যাক প্রথমে ব্যাট করে তারা কত রান করে কাদের কাছে মাথা নত করেছে।
১. লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ উইকেটে ১৭৭ রান তুলে ম্যাচ হারে ভারত।
২. লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেটে ২৪৮ রান তুলে ম্যাচ হারে ভারত।
৩. লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ উইকেটে ২৬৬ রান তুলে ম্যাচ হারে ভারত।
৪. লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮৮ রানে অল-আউট হয়ে পরাজিত হয় ভারত।
৫. ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে ২০১ রান তুলে ম্যাচ হারে ভারতীয় দল।
৬. টনটনে ইংল্যান্ডের বিরুদ্ধে ২২১ রানে অল-আউট হয়ে পরাজিত হয় ভারত।
৭. ম্যাকায়-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে ২২৫ রান তুলে হারে ভারতীয় দল।
৮. ম্যাকায়-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ উইকেটে ২৭৪ রান তুলে ম্যাচ হারে ভারত।
৯. কুইন্সটাউনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে ২৭০ রান তুলে ম্যাচ হারে ভারত।
১০. কুইন্সটাউনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৭৯ রানে অল-আউট হয়ে হার মানে ভারতীয় দল।
For all the latest Sports News Click Here