ঘোর দুশ্চিন্তায় বাংলা শিবির! চোট পেয়ে মাঠ ছাড়লেন ফর্মে থাকা ব্যাটসম্যান
একে তো প্রথম ইনিংসের নিরিখে বড় রানে পিছিয়ে পড়েছে বাংলা। তার উপর ম্যাচের দ্বিতীয় দিনে চোট-আঘাত সমস্যায় দুশ্চিন্তায় পড়েন মনোজ তিওয়ারিরা। সব মিলিয়ে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ফাইনালে কোণঠাসা বাংলা।
প্রথম ইনিংসের নিরিখে বাংলা পিছিয়ে পড়ায় ম্যাচ ড্র হলেও রঞ্জি চ্যাম্পিয়ন ঘোষিত হবে সৌরাষ্ট্র। সুতরাং, ট্রফি ঘরে তুলতে হলে সরাসরি ম্যাচ জেতা ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই বাংলার সামনে। এমন পরিস্থিতি থেকে ম্যাচে ফিরতে হলে দ্বিতীয় ইনিংসে বড় রানের ইনিংস গড়ে তুলতে হবে মনোজদের। সেই লক্ষ্যেই বড়সড় ধাক্কা খেতে পারে বাংলা শিবির।
কেননা ফর্মের নিরিখে বাংলার অন্যতম সেরা ব্যাটসম্যান সুদীপ ঘরামি দ্বিতীয় দিনের চায়ের বিরতির আগে চোট পেয়ে মাঠ ছাড়েন। সৌরাষ্ট্র ইনিংসের ৬৪তম ওভারে মুকেশ কুমারের শেষ বলে বাউন্ডারি মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অর্পিত বাসবদা। সেই বলেই বাউন্ডারি বাঁচানোর চেষ্টায় ডাইভ দিয়ে বাঁ-কাঁধে চোট পেয়ে বসেন সুদীপ। তাঁকে কাঁধে হাত দিয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়তে দেখা যায়। বাংলা দলের তরফে সুদীপের চোট নিয়ে তড়িঘড়ি কোনও আপডেট দেওয়া হয়নি।
আরও পড়ুন:- IND vs AUS: একই ওভারে বিশ্বের এক ও দুই নম্বর ব্যাটসম্যানকে মাথা নোয়াতে বাধ্য করলেন অশ্বিন- ভিডিয়ো
তবে চোট যদি গুরুতর হয়, তবে সমস্য়ায় পড়তে হতে পারে বাংলাকে। কেননা চলতি রঞ্জি মরশুমে সুদীপ বাংলার অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান। এখনও পর্যন্ত (ফাইনালের প্রথম ইনিংসের পরে) তিনি দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। ১০টি ম্যাচের ১৭টি ইনিংসে তিনি ৭৮৯ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৩টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ৫টি। বাংলার ব্যাটসম্যানদের মধ্যে সব থেকে বেশি ৮ বার ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকেছেন সুদীপ।
আরও পড়ুন:- IND vs AUS: স্পিনারদের নিয়ে হোমওয়ার্ক, ফের সিলেবাসের বাইরে থাকা শামির গতির শিকার ওয়ার্নার- ভিডিয়ো
বাংলা দলে ঘরামির থেকে বেশি রান করেছেন কেবল অনুষ্টুপ মজুমদার (৮০৬)। তাঁর ঠিক পিছনেই রয়েছেন অভিমন্যু ঈশ্বরন (৭৮২)। সার্বিকভাবে চলতি রঞ্জি ট্রফির ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন সুদীপ। স্বাভাবিকভাবেই দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করতে না পারলে তা বাংলা শিবিরে বড় ধাক্কা হবে সন্দেহ নেই। অথবা চোটের জন্য সুদীপের স্বাভাবিক ছন্দে ব্যাট করতে না পারাও ক্ষতি হিসেবে বিবেচিত হতে পারে মনোজদের কাছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here