ঘোড়দৌড়ে দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মেসির PSG-র সতীর্থ
স্পেনে ঘোড়দৌড় দুর্ঘটনায় মাথায় ‘গুরুতর’ আঘাত পেয়েছেন পিএসজির গোলরক্ষক সার্জিয়ো রিকো গঞ্জালেস। তাঁকে হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। ২৯ বছর বয়সী রিকো পিএসজির দ্বিতীয় গোলরক্ষক, স্পেনের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন।
স্পেনের এএস, মার্কাসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার রাতে পিএসজি লিগ ওয়ান চ্যাম্পিয়ন হওয়ার পর রবিবার দলের সকলের ছুটি ছিল। রিকো প্যারিসে না থেকে, ছুটি কাটাতে নিজের এলাকা স্পেনের সেভিয়ায় চলে গিয়েছিলেন। সেখানে এক ঘোড়দৌড়ে অংশ নেন তিনি। একটা সময়ে উল্টো দিক থেকে আরও একটি ঘোড়ার সঙ্গে রিকোর ঘোড়ার সংঘর্ষ ঘটে। এতে ঘোড়ার পিঠ থেকে রিকো ছিটকে মাটিতে পড়ে যান। তাঁর মাথায় গুরুতর চোট পান।
রিকোকে দুর্ঘটনাস্থল থেকে সেভিয়ার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারে করে। গত শনিবার স্ত্রাসবুর্গের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে বেঞ্চে বসেছিলেন তিনি। টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত হওয়ার ছুটি ঘোষিত হলে রিকো নিজ দেশে ফিরে যান। পিএসজির এক মুখপাত্র বলেছেন, ‘ওর (রিকো) অবস্থা আশঙ্কাজনক।’ পরে ক্লাব থেকে জানানো হয়, তাঁর প্রিয়জনদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করা হচ্ছে।
সেভিয়ার প্রাক্তন এই গোলরক্ষক ২০২০ সালে পিএসজিতে যোগ দেন। তার আগে ২০১৮-১৯ মৌসুমে ধারে কাটান প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামে। পিএসজির হয়ে রিকো ২৯ ম্যাচ খেলেছেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে সেভিয়া থেকে চলে যান তিনি। তাঁর এই প্রাক্তন স্প্যানিশ ক্লাব সোশ্যাল মিডিয়ায় রিকোর দ্রুত আরোগ্য কামনা করেছে। টুইটারে সেভিয়া লিখেছে, ‘দ্রুত সুস্থ হয়ে উঠো।’
For all the latest Sports News Click Here