ঘূর্ণি উইকেটে কীভাবে ব্যাট করবেন বিরাট-রোহিতরা? টিপস দিলেন গাভাসকর
সোমবার দুপুর থেকে আমদাবাদে শুরু হয়েছে ভারী বৃষ্টি। আর বৃহস্পতিবার থেকে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরজের চতুর্থ ম্যাচ। তার আগে বৃষ্টি হাওয়ায় পিচে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে। বৃষ্টির ফলে পিচের উপর কেমন প্রভাব পড়তে চলেছে সেই প্রশ্ন সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেই ম্যাচ শুরু হওয়ার আগে ভারতীয় দলের ব্যাটারদের জন্য পরামর্শ দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর।
ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর ভারতীয় ব্যাটারদের গুরুত্বপূর্ণ দুটি ভুল ধরতে পেরেছেন। তাঁর মতে প্রথমটি হল, ভারতীয় ব্যাটাররা সঠিক সময় প্যাডের কাছে ব্যাট আনতে পারছেন না। ফলে এলবিডব্লিউ হতে হচ্ছে। দ্বিতীয়টি হল যখন ভারতীয় ব্যাটাররা চাপে থাকছে তাদের ব্যাট ঠিকঠাক বলের লাইনের উপর আসছে না। অদ্ভূত ভাবে ব্যাট চালাচ্ছেন ভারতীয় ব্যাটাররা বলে মনে করছেন সানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ভারতীয় ব্যাটারদের ব্যাটিং টেকনিক উন্নতি করার কিছু উপায় বলেন।
এই কিংবদন্তি বলেন, ‘উপরের হাত ব্যাটকে পরিচালনা করতে সাহায্য করে। নীচের হাত ব্যাটের গতি নির্ধারণ করে। সুতরাং যদি কোনও ব্যাটার ডিফেন্স করতে চায় তবে নীচের হাতটি হ্যান্ডেলের উপর শক্ত করে ধরে রাখতে হবে। উপরের হাতটি ঠিকঠাক ভাবে ধরলে তা ব্যাটকে নিচে প্যাডের কাছে আসতে অনেকটা সাহায্য করে। তাহলে এলবিড্বলুর হাত থেকে অনেকটা রক্ষা পাবে ব্যাটাররা। গত তিন ম্যাচে অনেক ব্যাটারই এলবিডব্লুর কবলে পড়েছে। বিরাটকেও আউট হয়েছে সেই ভাবে। ব্যাটিং টেকনিক উন্নতি করলে আউট হওয়ার প্রবনতা কমে যাবে।’
তৃতীয় ম্যাচে ভারতীয় ব্যাটাররা অস্ট্রেলিয়ার স্পিন বোলারদের সামনে টিকতে পারেনি। তৃতীয় টেস্ট জিততে অজিদের মাত্র ৭৬ রানের টার্গেট দেয় ভারত। যা খুব সহজেই সেই রান তুলে নেয় অজিরা। ইন্দোরে ম্যাচ জিতে সিরিজে ২-১ করে ফেলে অজি বাহিনী। আর এই ম্যাচের পরই ইন্দোরের পিচ নিয়ে সমালোচনা শুরু হয়। আইসিসি এই পিচকে ‘খারাপ’ বলে আখ্যা দিয়েছে। সবার নজর এখন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ নিয়ে। সেখানেও একই পিচ করা হয় নাকি স্পোর্টিং উইকেট করা হয় সেটাই এখন দেখার বিষয়।
For all the latest Sports News Click Here