ঘুরে দাঁড়াতে কখনও থামতেও হয়- গঙ্গার পারে ফিরে আসার লড়াই দীপকের, সঙ্গী স্ত্রী
টিম ইন্ডিয়ার পেসার দীপক চাহার তাঁর স্ত্রী জয়া ভরদ্বাজের সঙ্গে ঋষিকেশে বেড়াতে গিয়েছেন। সেখানে তিনি খোলামেলা মেজাজে সুন্দর সময় উপভোগ করছেন। সঙ্গে চালিয়ে যাচ্ছেন ফিটনেস বাড়ানোর অনুশীলনও।
সোমবার ৬ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে দীপক চাহার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যাতে তাঁকে পবিত্র গঙ্গায় ডুব দিতে দেখা গিয়েছে। এ ছাড়াও প্রতিভাবান ফাস্ট বোলারকে নদীর তীরে দৌড়তে এবং তাঁর স্ত্রীর সঙ্গে যোগব্যায়াম করতেও দেখা গিয়েছে।
আরও পড়ুন: রাহুল না শুভমন- কে হবে রোহিতের ওপেনিং জুটি? ঘরের ছেলেকে পছন্দ ভাজ্জির
পোস্টের ক্যাপশনে, দীপক চাহার লিখেছেন, ‘কখনও কখনও আপনার থামা উচিত এবং নিজেকে পুনরায় সেট করা উচিত এবং আপনার মৌলিক বিষয়গুলিতে ফিরে যাওয়া উচিত। #oldschool #oldtimes #basic #nature #roaring #again #soon।’
প্রসঙ্কত, দীপক চাহারের ক্যারিয়ার রীতিমতো চোট সমস্যায় জেরবার। নিয়মিত চোটের কারণে তিনি বিপর্যস্ত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজের সময় তিনি কোয়াড্রিসেপ চোটের কবলে পড়েছিলেন। বিষয়টি আরও খারাপের দিতে যায়, যখন তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাবের সময়ে তাঁর তার পিঠে নতুন করে চোট পান। যা তার প্রত্যাবর্তনকে আরও বিলম্বিত করেছিল।
ডান-হাতি বোলারকে একাধিক চোটের কারণে সাইডলাইনে থাকতে হয়। এবং গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো মরশুম সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেন তিনি।
আরও পড়ুন: অজিরা জিতলে শ্রীলঙ্কার সুবিধা, তাই তাদের জন্য বাজি ধরলেন জয়বর্ধনে
জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই সিরিজে ২০২২ সালের অগস্টে তিনি তাঁর বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন করেছিলেন। তবে অক্টোবরে তিনি গোড়ালিতে চোট পাওয়ার পর থেকে আর জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেননি।
দীপক চাহার শুধু বল হাতে নন, ব্যাট হাতেও অবদান রাখতে সক্ষম। এক সময়ে তাঁকে ভারতের সাদা বলের দলে অন্যতম প্রধান সদস্য হিসেবে মনে করা হত। তবে তাঁর চোট সমস্যার কারণে এবং আর্শদীপ সিং ও উমরান মালিকের মতো তরুণদের উত্থানের ফলে জাতীয় দলে তাঁর জায়গা পাওয়া কঠিন হয়ে উঠেছে। তবে আইপিএলের আসন্ন মরশুমে তিনি ভালো ভাবে বাউন্স ব্যাক করতে মরিয়া হয়ে রয়েছেন। চোট থাকার পরেও চেন্নাই সুপার কিংস (CSK) এই বোলিং অলরাউন্ডারকে ধরে রেখেছে।
For all the latest Sports News Click Here