‘ঘুমোতে পারিনি, শুধু ভাবছিলাম…’, শেষ ২টি বল নিয়ে ভাঙা মনে প্রতিক্রিয়া মোহিতের
গোটা মরশুম জুড়ে গুজরাট টাইটানসের হয়ে দুর্দান্ত বল করেছেন মোহিত শর্মা। হার্দিক পান্ডিয়াদের ফাইনালে ওঠার পিছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালেও মন্দ বোলিং করেননি। এমনকি শেষ ওভারে দলকে জেতাতে না পারলেও মোহিতকে কেউই দোষারোপ করছেন না। বরং তাঁর আইপিএলে কামব্যাকের লড়াই নিয়ে ধন্য ধন্য রব ক্রিকেটমহলে। তবে মোহিত নিজে জানেন যে, মাত্র ১টি বলের জন্য তাঁর মহানায়ক হয়ে ওঠা হয়নি।
ফাইনালে আর একটি ভালো বল করতে পারলেই অত্যন্ত কঠিন পরিস্থিতি থেকে দলকে চ্যাম্পিয়ন করাতে পারতেন। সেক্ষেত্রে তাঁর কামব্যাক আইপিএলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকত।
আইপিএল ফাইনালে জয়ের জন্য শেষ ওভারে ১৩ রান দরকার ছিল চেন্নাইয়ের। মোহিত পরপর ইয়র্কারে বিব্রত করেন চেন্নাইয়ের দুই মারকুটে ব্যাটসম্যান শিবম দুবে ও রবীন্দ্র জাদেজাকে। প্রথম ৪ বলে তিনি মাত্র ৩ রান খরচ করেন। সুতরাং, জয়ের জন্য শেষ ২ বলে ১০ রান দরকার ছিল চেন্নাইয়ের। মোহিতের পঞ্চম বলে ছক্কা ও শেষ বলে চার মেরে জাদেজা ম্যাচ ছিনিয়ে নিয়ে যান গুজরাটের হাত থেকে।
আরও পড়ুন:- IPL ট্রফি নিয়ে তিরুপতি মন্দিরে পুজো দিল CSK, সর্বদা যেন তাদের ঘরেই থাকে, প্রার্থনা কি এটাই?
স্বাভাবিকভাবেই ম্যাচের শেষে হতাশায় ভেঙে পড়েন মোহিত। যদিও নিজের ক্যাপ্টেন হার্দিকের পাশাপাশি প্রতিপক্ষ দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও তাঁকে সান্ত্বনা দেন। মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে মোহিত জানান যে, ফাইনালের পরে তিনি সারারাত ঘুমোতে পারেননি।
মোহিত বলেন, ‘আমি ঘুমোতে পারিনি। ভাবছিলাম যে, আলাদা কী করলে ম্যাচটা জিততে পারতাম। যদি এই বলটা করতাম বা ওই বলটা করতাম, তাহলে কী হতো, এই সব ভাবনা মাথায় ভিড় করে আসছিল। মোটেও ভালো লাগছে না। কোথাও কিছু একটা খালি মনে হচ্ছে। তবে ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’
আরও পড়ুন:- Jadeja’s Tribute To Dhoni: DP-তেও ধোনি বন্দনা, ঝামেলার তত্ত্ব উড়িয়ে ক্যাপ্টেনের সামনে শ্রদ্ধায় মাথা নোয়ালেন জাদেজা
নিজের শেষ ওভার সম্পর্কে মোহিত বলেন, ‘আমি ইয়র্কার করার চেষ্টা করেছিলাম। আমি লক্ষ্যে স্থির থাকতে চেয়েছিলাম। নিজের প্রতি আস্থা ছিল আমার। আমি সারা আইপিএল জুড়ে নিজের ক্ষমতার প্রতি আস্থা রেখেছি। তবে ওই বলটা সেখানে পড়ে, যেখানে পড়া উচিত ছিল না। জাদেজা ব্যাটে পেয়ে যায়। আমি নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছি।’
মোহিত অবশ্য এমন দাবি নস্যাৎ করেন যে, কোচ-ক্যাপ্টেনের পরিকল্পনা মতো বল করে শেষ ২ বলে মার খেয়েছেন। বরং তিনি স্পষ্ট জানান যে, তাঁর পরিকল্পনা কী ছিল, সেটাই জানতে চেয়েছিলেন ক্যাপ্টেন হার্দিক।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here