ঘুমাতে দেন না ইশান, গিল নালিশ ঠুকলেন রোহিতের কাছে
বুধবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ক্লাবে প্রবেশ করেছেন শুভমন গিল। নিজেদের ক্লাবে সতীর্থ ক্রিকেটার শুভমন গিলকে স্বাগত জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা এবং ইশান কিষাণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে শুমন গিল একটি চমকপ্রদ ২০৮ রানের ইনিংস খেলেছিলেন। ভারত সেই ম্যাচ ১২ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। ম্যাচের পরে রোহিত শর্মা ও ইশান কিষাণের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় শুভমন গিলকে। বিসিসিআইয়ের তরফ থেকে সেই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। একটি বিশেষ আড্ডায় উঠে এসেছে নানা মজার কথা, তবে এই আড্ডার মাধ্যমেই সতীর্থের কৃতিত্বের প্রশংসা করে নিজেদের ২০০ ক্লাবে গিলকে স্বাগত জানিয়েছেন রোহিত শর্মা ও ইশান কিষাণ।
আরও পড়ুন… ও কবে শিখবে? কিছুদিন আগেই ছেলের উপর ক্ষুব্ধ ছিলেন শুভমনের বাবা
ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা পঞ্চম ভারতীয় ক্রিকেটার হয়েছেন শুভমন গিল। তাঁর আগে সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, বীরেন্দ্র সেহওয়াগ এবং ইশান কিষাণ এমনটি করেছেন। বিশ্বজুড়ে ব্যাটসম্যানদের কথা বললে, ওয়ানডেতে দশমবারের মতো এসেছে ডাবল সেঞ্চুরি। ভারত ছাড়াও বাকি তিনটি সেঞ্চুরি করেছেন বিভিন্ন দেশের খেলোয়াড়রা। এখানে এটা জানা গুরুত্বপূর্ণ যে রোহিত শর্মা তিনবার ডাবল সেঞ্চুরি করেছেন।
এদিনের ম্যাচের পরে যখন ইশান কিষাণ ও শুভমন গিলের সঙ্গে রোহিত শর্মা আড্ডা দিচ্ছিলেন তখন ভারতীয় দলের ক্যাপ্টেন গিলের কাছে জানতে চান এমন ইনিংস খেলে তাঁর কেমন লাগছে। উত্তরে গিল বলেন, ‘বেশ ভালো লাগছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম এবং তৃতীয় একদিনের ম্যাচে যেভাবে আমি আউট হয়েছিলাম সেটাতে ভালো লাগেনি, তবে এবারে শুরুটা ভালো হয়েছিল, মনে হয়েছিল করতে পারব, এবং শেষ পর্যন্ত বড় ইনিংস খেলতে পেরেছি বেশ ভালো লাগছে।’ এরপরে রোহিত বলেন হ্যা সত্যি এভাবে ইনিংস খেলা কঠিন যখন আপনি দেখেন আপনার উলটো দিকের ক্রিকেটাররা আউট হয়ে যাচ্ছেন। সেই জায়গা থেকে এমন ইনিংস খেলা সত্যি খুব কঠিন। তারপরে রোহিত গিলকে জিজ্ঞাসা করেন সেই সময়ে তাঁর মনে কী চলছিল? উত্তরে গিল বলেন, ‘তখন মনে হয়েছিল যদি আমি বোলারকে যদি না মারতাম তাহলে বোলাররা আমাদের উপর চাপ তৈরি করত এবং ডট বল দিত। আমি ওদের এটা বুঝতে দিনিই যে আমরা চাপে রইছি।’
আরও পড়ুন… ভিনেশের যৌন হেনস্থার অভিযোগ প্রমাণিত হলে গলায় দড়ি দেব-কুস্তি ফেডারেশনের সভাপতি
এরপর গিলের কাছ থেকে প্রি ম্যাচের রুটিন জানতে চান ইশান কিষাণ। তরুণ তারকার প্রশ্নে মজার কথা বলেন রোহিত। ভারতীয় দলের অধিনায়ক বলেন এটা তো আপনারা দুজনেই বলতে পারবেন। কারণ আপনারা দুজনেই এক সঙ্গে থাকেন। এরপরে ইশান কিষাণ বলেন ম্যাচের একদিন আগে আপনি কী করেন? উত্তরে গিল বলেন, ‘আমার প্রি ম্যাচ রুটিনটা ইশান সম্পূর্ণভাবে খারাপ করে দেন। কারণ সে আমায় ঘুমতেই দেয় না। ইয়ারপোড না লাগিয়েই ফুল ভলিউম দিয়ে আইপ্যাডে সারাক্ষণ সিনেমা দেখেন। আমি তারপরে ওকে বলি ভাই তুই ইয়ারপোড লাগিয়ে দেখ। সে বলে তুই আমার রুমে শুয়ে আছিস, আমার রুম আমার মতো হবে। আর এটা নিয়ে খুব লড়াই হয়। এটাই আমার প্রি ম্যাচ রুটিন।’ এরপরে ইশান বলেন, ‘আমার মনে হয় তুমি আমার রুমে শুয়ে ছিলে বলে আমার রানটা তুমি করেছ।’
এরপরে গিলকে দুশো ক্লাবে স্বাগত জানান রোহিত শর্মা ও ইশান কিষাণ। তবে এখানেই আড্ডা শেষ হয়ে যায়নি। এরপরে রোহিত ইশানকে জিজ্ঞাসা করেন, ‘তুমি দুশো করার পরে ৩টে ম্য়াচ খেলতে পারনি। তোমার খারাপ লাগেনি।’ উত্তরে ইশান বলেন, ‘ম্যাচের ক্যাপ্টেন তো আপনি। এটার উত্তর আপনি দিতে পারবেন। এরপরে সকলই হাসতে থাকেন।’ তবে শেষে রোহিত ইশানের কাছে জানতে চান যে সে চার নম্বরে ব্যাট করতে ভালোবাসেন কিনা। উত্তরে নিজের সম্মতি জানান ইশান কিষাণ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here