ঘিঞ্জি জায়গায় থাকতেন, তাই নাকি তাঁর ছবিতে বিশেষ জিনিস থাকে, বললেন বনসালি
‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি’ ছবির প্রচারে লস অ্যাঞ্জেলেসে উড়ে গেলেন সঞ্জয় লীলা বনসালি। লন্ডনের বিএএফটিএ মাস্টারক্লাসের পর তিনি লস অ্যাঞ্জেলেসে যান। কিন্তু সেখানে উড়ে যাওয়ার আগে তিনি এই মাস্টারক্লাস সম্পর্কে তাঁর অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, ‘পরিচালক হিসেবে আমার কর্মজীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা ছিল এটি। এখানকার সমালোচক এবং ফিল্মের ছাত্ররা খুব মন দিয়ে, খুঁটিয়ে আমার ছবি দেখেছে। ওঁরা এমন এমন কিছু জিনিস লক্ষ্য করেছে যা আমি নিজেই কোনদিন ভাবিনি যে কেউ সেগুলো লক্ষ্য করতে পারে।’
কিন্তু তাঁরা কোন কোন জিনিসগুলো চিহ্নিত করলেন? বিএএফটিএ মাস্টারক্লাসের পর তাঁকে কোন বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে জানতে চাওয়া হলে পরিচালক বলেন, ‘ আমাকে এখানে একজন প্রশ্ন করেন যে আমার ছবিতে এত কষ্ট কেন থাকে? এত যন্ত্রণা, আঘাত কেন থাকে যেখানে সেগুলোর মধ্যে তো কোনও সৌন্দর্য বা কোনও তাল থাকে না। আমি এর আগে কখনই এমন কোনও প্রশ্নের মুখোমুখি হইনি। কিন্তু এই প্রশ্নটা আমার ছবির একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের দিকে আঙুল তুলল, তাঁরা দেখাল যে আমার ছবির সঙ্গে সত্যি কষ্ট এবং যন্ত্রণা মিশে আছে। আর এটার যোগসূত্র আছে আমার ছোটবেলায় পাওয়া সমস্ত আঘাত, এবং কষ্টের সঙ্গে। আরেকটা হল আমার ছবিগুলো সবসময় অনেকটা বড় জায়গার মধ্যে শ্যুট করা হয়। এটার নেপথ্যেও একটি বিশেষ কারণ আছে, আমাকে আমার ছোটবেলায় ভীষণ ঘিঞ্জি জায়গায়, অল্প জায়গার মধ্যে থাকতে হতো।’
এই বিএএফটিএ মাস্টারক্লাসের সম্পর্কে আর কী জানালেন পরিচালক? তাঁর কথায়, ‘আমি কখনও দর্শকদের সঙ্গে বসে আমার ছবি দেখিনি। এমনকী প্রিমিয়ারের দিনেও দর্শকরা তাঁদের জায়গায় বসে পড়লে হল থেকে ছুটে বেরিয়ে যাই।’ তিনি আরও বলেন, ‘লন্ডন থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম। দারুন অভিজ্ঞতা হল। আশা করব গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি মানুষের থেকে এভাবেই আগামীদিনে সাড়া পাবে।’
For all the latest entertainment News Click Here