‘ঘাড় ধরে বার করা জি বাংলার পক্ষে সম্ভব নয়…’,কৌশাম্বির জন্য সব ছাড়তে রাজি আদৃত?
বেশ করেছি প্রেম করেছি! এবার যেন আকারে-ইঙ্গিতে এই কথাই জানিয়ে দিলেন আদৃত রায়। অনস্ক্রিন দিদির সঙ্গে বাস্তবে মিঠাইয়ের নায়কের প্রেম ঘিরে সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই। আদৃত-কৌশাম্বির সম্পর্ক নিয়ে দু-ভাগে ভাগ হয়ে গিয়েছে মিঠাই ভক্তরা। তবে সেই নিয়ে কুছ পরোয়া নেই জুটির! সোমবার সপ্তাহের প্রথম দিনই মে দিবসের জেরে তালাবন্ধ ছিল স্টুডিওপাড়া। সেই সুযোগে মনের মানুষের সঙ্গে সময় কাটালেন আদৃত। একসঙ্গে ছবি পোস্ট না করলেও আদৃত-কৌশাম্বি যে ডেটে গিয়েছিলেন তা বুঝতে অসুবিধা হয়নি ভক্তদের। অনুরাগীদের ঈগলের চোখ তো আদৃতের ছবির পাশে পড়ে থাকা কৌশাম্বির চশমাও চোখ এড়ায়নি কারুর। এরপরই শুরু ঝামেলা!
হ্যাঁ, আদৃতের পোস্ট করা ছবির নীচে নানারকম কটূক্তি শুরু করেন নেটিজেনদের একাংশ। সম্পর্কে থাকলে তা স্বীকার করার সৎ সাহস থাকা উচিত থেকে ব্যক্তিগত আক্রমণ শাণানো কিছুই বাদ যায়নি। এক নেটিজেন ‘উচ্ছেবাবু’কে ঠেস দিয়ে লেখেন, ‘আদৃত এবং কাক (কৌশাম্বি)-এর জন্য মিঠাই সিরিয়ালের খারাপ হাল। জি বাংলা দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বার করলে খুশি হব’। এতদিন মুখ বুজে সব সহ্য করলেও এদিন আর চুপ থাকলেন না আদৃত। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে কড়া জবাব দিলেন অভিনেতা।
ওই নেটিজেনেদের উদ্দেশ্যে আদৃত লেখেন, ‘আহা নির্বোধ! শুধু জি কেন? কলকাতা শবর এবং বাংলাদেশের যত্ত প্রোডাকশন হাউজ আছে সবাইকে ট্যাগ করো এবং বলো আমাকে বার করতে। ঘাড় ধরাটা সম্ভব নয় কারণ কনট্র্যাক্ট ক্লজে লেখা থাকে ফিজিক্যাল হওয়াটা বেআইনি। কিন্তু আট থেকে আশি, আমার দর্শক আমাকে এতটাই ভালোবাসে যে আমি যেভাবেই হোক পর্দায় আসতে থাকব শুধুমাত্র তাদের জন্য! তোমার ১০ মিনিট লেগেছে ফেক প্রোফাইল তৈরি করে আমার প্রোফাইলে এসেছে কমেন্ট করতে। আমি নূরজাহানের শ্যুটিং শুরু করেছিলাম ২০১৭ সালে। নয় নয় করে ৬ বছর হয়ে গেল কেরিয়ার তৈরি করতে….. আজও সব থেকে খারাপ পরিস্থিতিতে স্ট্রাগল করি আমার শুভাকাঙ্খীদের মুখে হাসি ফোটাতে আর নিজের স্বপ্ন পূরণ করতে। ৬ বছরের অভিজ্ঞতা থেকে বলছি শিল্পীকে কোনও প্রযোজনা সংস্থা নয়, দর্শক তৈরি করে…’।
এরপরেও বন্ধ হয়নি আক্রমণ। আদৃতের পোস্ট থেকে অভিনেতার উপরোক্ত কমেন্ট এবং ট্রোলারের কমেন্ট ডিলিট হয়ে যায় কিছুক্ষণ পর, সেই নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েন নায়ক। আদৃতকে ‘ডাউন টু আর্থ ইগোলেস অ্যাক্টর’ বলে ট্রোল করেন পায়েল মজুমদার নামের এক জনৈক। লেখেন, ‘দর্শকদের দুষে আবার ফ্যানেদের বরাই করা?’ বাংলা নিয়েও কটূক্তির মুখে পড়েন উচ্ছেবাবু। এরপর সপাট জবাব দিলেন নায়ক।
আদৃত লেখেন, ‘মাসি মা বাংলাটা একজন বাঙালি শিল্পীর লেখা যে দিনরাত বাংলায় হাজার হাজার ডায়লগ মুখস্থ করে স্ক্রিনে বলে খুবই অল্প সময়ের মধ্যে! নিজের বাঙালিয়ানা আপনার মতো কিছু মানুষের কাছে প্রমাণ করার প্রয়োজন মনে করি না। আর আমাকে যারা ভালোবাসেন তাঁরা ইতিমধ্যেই স্ক্রিনশট তুলে পোস্ট করেছেন। সেগুলো দেখে নিজেকে একটু এডুকেট করুন মাসিমা। আপনার দলের লোক ফেক প্রোফাইল বানিয়ে লেখার ধক আছে কিন্তু আমার কথার রিপ্লাই করার সময় আসলে নিজের প্রোফাইল আর কমেন্ট সবটাই ডিলিট করে দেয় এই অস্তিত্বহীন কিছু প্রোফাইল! অন্তত এই ‘ডাউন টু আর্থ ইগোলেস অ্যাক্টর’ নিজের ভ্য়ারিফায়েড পেজ থেকে রিপ্লাই করার ধক তো আছে। ভালো থাকবেন মাসিমা আর মাথায় রাখবেন ‘Superficial Knowledge can be very harmful’ (‘অল্পবিদ্যা ভয়ঙ্করী’)। যাহ, আবার ইংরাজিতে লিখে ফেললাম, আমার বাঙালিয়ানা ৫% কমে গেল বলুন’।
এদিকে ‘মিঠাই’ শেষ হওয়া নিয়ে গুঞ্জন তুঙ্গে। অন্যদিকে সিরিয়ালের নায়ক-নায়িকার নাকি অফস্ক্রিনে সম্পর্ক তলানিতে ঠেকেছে সেই নিয়ে চর্চা মাস কয়েক ধরেই জারি রয়েছে। আর নেপথ্যের কারণ হিসাবে বারবার দায়ী করা হয়েছে আদৃৃত-কৌশাম্বির সম্পর্ককে। এতদিন সবটা মুখ বুজে সহ্য করলেও আর নয়। তা স্পষ্ট বুঝিয়ে দিল আদৃতের এই জবাব।
For all the latest entertainment News Click Here