ঘরোয়া ক্রিকেটের খোলনলচে বদলে ফেলতে উদ্যোগী BCCI, বেশি করে ব্যবহার হবে DRS-এর
শুভব্রত মুখার্জি: ক্রিকেট মাঠে আম্পায়ারদের সিদ্ধান্তের উপর নির্ভর করে একটা গোটা ম্যাচের ভাগ্য। আম্পায়ারদের একটা ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে ম্যাচের ফলাফল। সদ্য শেষ হওয়া ভারতীয় মহিলা দলের বাংলাদেশ সফরে সেই বিষয়টি বারবার উঠে এসেছে। তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে মেজাজ হারিয়ে অপ্রীতিকর কান্ড ঘটিয়ে ফেলেন হরমনপ্রীত কৌর। সেই সব অপ্রীতিকর ঘটনা যাতে ভারতের ঘরোয়া ক্রিকেটে ও এড়ানো যায় সেদিকে লক্ষ্য রেখেই পদক্ষেপ নিচ্ছে বিসিসিআই। খেলাকে আরও বেশি প্রতিযোগিতামূলক করে তুলতে, ভুল ত্রুটি কমাতে এই উদ্যোগ নিচ্ছে বিসিসিআই। ফলে এবার থেকে ঘরোয়া টু্র্নামেন্টে আরও বেশি করে ব্যবহার হতে চলেছে ডিআরএস পদ্ধতির।
আরও পড়ুন: চাহালের মতো সিনিয়র সাহায্য করলে আত্মবিশ্বাস বাড়ে- কুলচা জুটিকে মিস করছেন কুলদীপ
প্রসঙ্গত আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে প্রতিটি সিরিজেই ব্যবহার করা হয় এই ডিআরএস অর্থাৎ ডিসিশন রিভিউ সিস্টেমের। অর্থাৎ অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে তাঁকে চ্যালেঞ্জ করে থার্ড আম্পায়ারের কাছে যাওয়া যায়। তিনি এর পর টিভিতে রিপ্লে দেখে সঠিক সিদ্ধান্ত নেন। এই সিস্টেম এত দিন ভারতীয় ঘরোয়া ক্রিকেটে একেবারে হাতেগোনা সময়ে ব্যবহার করা হয়েছে মাত্র। রঞ্জি ট্রফির মতন ঐতিহ্যবাহী টুর্নামেন্টে নিয়ন্ত্রিত ভাবে ব্যবহার করা হয়েছে এই পদ্ধতির। একমাত্র রঞ্জি ফাইনালে সম্পূর্ণ ভাবে ব্যবহৃত হয়েছে এই পদ্ধতি। তবে এবার থেকে রঞ্জি ট্রফির পাশাপাশি দলীপ ট্রফি, দেওধর ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বিজয় হাজারে ট্রফির মতন ঐতিহ্যবাহী টুর্নামেন্টে এই পদ্ধতি ব্যবহার করতে পারে বিসিসিআই।
আরও পড়ুন: অভিষেকেও সাতে ব্যাট করেছি- পরে নামার ব্যাখ্যা দিতে গিয়ে পুরনো স্মৃতিতে ডুবলেন রোহিত
এই মুহূর্তে রঞ্জির মতন দেওধর ট্রফির ফাইনালে একমাত্র এই পদ্ধতি ব্যবহার করার সুযোগ রয়েছে। আসন্ন মরশুমে যে সমস্ত ম্যাচের সরাসরি সম্প্রচার হবে, সেই সমস্ত ম্যাচে ডিআরএসের ব্যবহার নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন বিসিসিআইয়ের কর্তা কর্তারা। গ্রুপ পর্যায়ে যেহেতু সব ম্যাচের সরাসরি সম্প্রচার হয় না, ফলে নির্দিষ্ট কতকগুলো ম্যাচে এই সুবিধা ব্যবহার করার সুযোগ পেলে অন্য দলগুলো প্রশ্ন তুলতে পারে। সেই দিকটাও খতিয়ে দেখছে বিসিসিআই। উল্লেখ্য ২০২২-২৩ মরশুমে রঞ্জি ট্রফির ম্যাচে ‘লিমিটেড’ ডিআরএসের ব্যবহার করা হয়েছিল। ফাইনালে বাংলা বনাম সৌরাষ্ট্রের ম্যাচে ইডেনে ব্যবহার করা হয়েছিল পূর্ণাঙ্গ ডিআরএসের।
For all the latest Sports News Click Here