‘ঘরোয়া এল ক্লাসিকো চলে!’ ফুটবল নিয়ে সংসারের কোন রহস্য ফাঁস করলেন মৌনি
স্বামী সুরজ নাম্বিয়ার সঙ্গে কাতার উড়ে গিয়েছিলেন অভিনেত্রী মৌনি রায়। মাঠে বসে আর্জেন্টিনার খেলা দেখার জন্য পাড়ি দিয়েছিলেন মরুদেশে। মাঠে বসে খেলা দেখা, প্রিয় দল, প্রিয় খেলোয়াড়ের জন্য গলা ফাটানো বা সেই অভিজ্ঞতা থেকে এখনও বের হতে পারছেন না অভিনেত্রী। কেমন ছিল তাঁর এই অভিজ্ঞতা হিন্দুস্তান টাইমসকে জানালেন একটি সাক্ষাৎকারে।
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে এই তিনি বলেন, ‘ সে এক দারুন অনুভূতি। মাঠে তখন ৮৮,০০০ বেশি মানুষ, আর অধিকাংশই আর্জেন্টিনার ভক্ত। সকলেই একটাই দলের জন্য গলা ফাটাচ্ছে, চিৎকার করছে, উৎসাহ দিচ্ছে। কাতার দারুন ভাবে সবটা আয়োজন করেছে।’
তাঁকে যখন প্রশ্ন করা হয় তাঁর এই ফুটবলের প্রতি ভালোবাসা কী একজন বাঙালি হওয়া কারণেই নাকি এই খেলার সঙ্গে তাঁকে তাঁর স্বামী আলাপ করিয়েছেন? উত্তরে মৌনি বলেন, ‘বাঙালি মানেই তাঁদের বেড়ে ওঠার অনেকটা জুড়ে ফুটবল থাকবে। তবে আমার ভাই এবং স্বামী ভীষণ ফুটবলের ভক্ত। তাই আমিও চেষ্টা করি ওদের সঙ্গে গুরুত্বপূর্ণ খেলাগুলো দেখার। তবে একটা মজার বিষয় আছে, আমার ভাই রিয়েল মাদ্রিদের ভক্ত আর আমার বর বার্সেলোনার। ফলে বুঝতেই পারছেন আমি বাড়িতে চলা এই এল ক্লাসিকোর মধ্যে কেমন ফেঁসে আছি!’
কাতারে খেলা দেখতে গিয়ে মাঠ থেকেই বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছিলেন শুধু তাই নয়, তাঁরা দুবাইয়ের একটি প্রদর্শনীতেও গিয়েছিলেন। আর সেখানেই ধরা পড়ে যে তাঁরা আর্জেন্টিনার ভক্ত এবং সেই দলের হয়েই তাঁরা মাঠে গলা ফাটিয়েছেন। অভিনেত্রী জানান, ‘সুরজ আর্জেন্টিনার ভীষণ ভক্ত, একই সঙ্গে বার্সেলোনা এবং মেসির। আসলে ওর গোটা জীবনটাই মেসিময়। তাই আমরা একসঙ্গে সমস্ত বড় খেলাগুলো দেখে থাকি। আমি মেসির একাধিক গেমের হাইলাইট দেখেছি, এবং এ কথা অস্বীকার করার কোনও জায়গাই নেই যে তিনি কীভাবে খেলার মধ্যেও শিল্প মিশিয়ে দেন।’
অভিনেত্রীকে যখন জিজ্ঞেস করা হয়ে মেসি ছাড়া তাঁর আর কার খেলা ভালো লাগে, কার ভক্ত তখন তিনি জানান, মেসি ছাড়া তিনি নেইমারকে পছন্দ করেন। দারুন ফুটবল খেলে সে।
কিন্তু খেলা নিয়ে মৌনি রায়ের সেরা স্মৃতি কী যা তিনি আজীবন মনে রাখবেন? অভিনেত্রী জানান, ‘সব থেকে মনে রাখার মতো স্মৃতি হল আমি আর আমার স্বামী একসঙ্গে বসে মাঠে ফুটবল খেলা দেখেছি। কোয়াটার ফাইনালে আর্জেন্টিনা আর মেসিকে জিততে দেখা মনে থাকবে আজীবন।’
For all the latest entertainment News Click Here