ঘরের মাঠে শক্তিশালী হংকংয়ের বিরুদ্ধে জয়ের বিষয়ে আশাবাদী সুনীল ছেত্রী
শুভব্রত মুখার্জি: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন ভারতীয় সিনিয়র ফুটবল টিমের দুর্গে পরিণত হচ্ছে ধীরে ধীরে। এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের প্রতিটা ম্যাচ ধীরে ধীরে সেটাই প্রতিষ্ঠা করছে। কাম্বোডিয়ার বিরুদ্ধে ২-০ ফলে জয়ের পরে আফগানিস্তানের বিরুদ্ধে ২-১ ফলে রুদ্ধশ্বাস জয়। সুনীলের ফ্রি কিক থেকে বিশ্বমানের গোল। সবকিছুর সাক্ষী থেকেছে কলকাতা। ভারতের বাছাইপর্বের শেষ ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে। যুবভারতীর দর্শককে সাক্ষী রেখে সেই ম্যাচেও জয়ের বিষয়ে আশাবাদী সুনীল ছেত্রী। তার মতে ভারত এই ম্যাচ জিতেই পরের বছর এশিয়ান কাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করবে।
প্রসঙ্গত যুবভারতীতে ৪০০০০ দর্শককে সাক্ষী রেখে আফগানিস্তান দলকে হারিয়েছে ভারত। সেদিন আবার কাকাতলীয়ভাবে আন্তর্জাতিক ফুটবলে তার কেরিয়ারের ১৭ বছর পূর্ণ করেছেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে সুনীল জানান ‘আন্তর্জাতিক ফুটবলে ১৭ বছরকে এইভাবে উদযাপন করতে পেরে আমি খুশি। আফগানিস্তান দল গোল শোধ করার পরে একটা সময় আমার মনে হয়েছিল আমরা হয়ত পয়েন্ট ভাগাভাগি করতে চলেছি। তবে ছেলেরা অসাধারণ পারফরম্যান্স করেছে। সত্যি বলতে এইধরনের মাইলফলকের আমার কাছে তেমন গুরুত্ব নেই। আমি খুশি এবং গর্বিত যে দীর্ঘদিন ধরে জাতীয় দলের জার্সি পরার সুযোগ পেয়েছি।’
আফগানিস্তানের বিরুদ্ধে সামাদের জয়সূচক গোলের পরে প্রায় বোল্টের গতিতে দৌড়ে তার কাছে গিয়ে গোল উদযাপন করেছিলেন সুনীল। সেই প্রসঙ্গে বলতে গিয়ে সুনীলের মন্তব্য ‘জিপিএস হয়ত দেখাবে সেই রাতে (আফগানিস্তান ম্যাচে) এটা আমার দ্রুততম দৌড়। আমরা সবাই বিশ্রাম নেব, রিকোভার করব, সময় নিয়ে ম্যাচ ভিডিয়োগুলো দেখব। হংকং খুব ভাল দল। তবে আমরাও ঘরের মাঠে খেলব তাই ম্যাচ জয়ের বিষয়ে আমি আশাবাদী। সমর্থকদের সমর্থনও থাকবে আমাদের জন্য সেটাও বড় ব্যাপার।’
For all the latest Sports News Click Here