ঘরের মাঠে জয়ের নজিরের নয়া ধারা তৈরি করেছিল কিউয়িরা, ছেদ ঘটালো বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয় পেল বাংলাদেশ। টাইগাররা প্রমাণ করল তারা শুধু নিজেদের ঘরের মাঠেই নয়, তারা বিদেশের মাটিতেও বাঘের মতো হুঙ্কার ছাড়তে পারেন। তবে শুধু জয়ই নয় এই ম্যাচে নিউজিল্যান্ডের দর্পচূর্ণ করল বাংলাদেশ। কিউয়িদের ঘরে গিয়ে তাদেরই তিনটি রেকর্ড ভাঙল টাইগাররা। এর আগে ঘরের মাঠে টানা ৬ টেস্ট জিতেছিল নিউজিল্যান্ড, যেটা তাদের কাছে একটি রেকর্ড ছিল। সেই রেকর্ড ভাঙল বাংলাদেশ। এর পাশাপাশি ঘরের মাঠে টানা ১৭ টেস্টে অপরাজিত ছিল কিউয়িরা। সেই রেকর্ডও ভাঙল বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে হারের আগে পর্যন্ত ঘরের মাঠে টানা ৮ টেস্ট সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। কিউয়িদের মাটিতে দাঁড়িয়ে তাদেরই তিনটি রেকর্ড ভেঙে দিল মুমিনুলবাহিনী।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারিয়ে টেস্টে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফর্ম্যাটেই এটি বাংলাদেশের প্রথম জয়। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের শেষ দিনে ৮ উইকেটের বড় জয় পেয়েছে মুমিনুলবাহিনী। কিউইদের দেওয়া ৪০ রানের টার্গেটে ২ উইকেট হারিয়েই পৌঁছে যায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ১৬৯ রানে গুটিয়ে যায়। ৪৬ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন পেসার এবাদত হোসেন। এছাড়া তাসকিন আহমেদের শিকার ৩ উইকেট। প্রথম ইনিংসে ১৩০ লিড নেওয়া বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে বেগ পেতে হয়নি টাইগারদের। ১৬ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এটি প্রথম জয় টাইগারদের। মুমিনুল হক ১৩ ও মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত থাকেন। শান্ত ১৭ ও শাদমান ৩ রান করে আউট হন। উল্লেখ্য, প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩২৮ ও বাংলাদেশ ৪৫৮ রান করেছিল। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।
For all the latest Sports News Click Here