ঘরের মাঠে জয় নেই,সঙ্গে MFC-কে ISL কখনও হারাতে পারেনি EB,মুম্বইও এ বার লিগে অপরাজিত
মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে কিন্তু বেশ চাপে ইস্টবেঙ্গল এফসি। দেশের এক নম্বর লিগে একবারও মুম্বইকে হারাতে পারেনি লাল-হলুদ বাহিনী। যেমনটা তারা একটি মোহনবাগানকে পারেনি। লাল-হলুদ বাহিনী শুধু যে মুম্বইকে হারাতে পারেনি, তা কিন্তু নয়। তারা আইএসএলে মুম্বইয়ের বিরুদ্ধে একটি গোলও করতে পারেনি। শুক্রবার ঘরের মাঠে আরব সাগরপাড়ের দলের বিরুদ্ধে প্রথম জয় পেতে হিসেব বদলাতে মরিয়া স্টিফেন কনস্ট্যান্টাইনের ছেলেরা। সেই সঙ্গে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম গোলের খোঁজেও নামবে ইস্টবেঙ্গল এফসি। হিরো আইএসএলে লাল-হলুদের এটি পঞ্চাশতম ম্যাচ। আর সেই ম্যাচ জিতে স্মরণীয় করে রাখতে চাইবে তারা।
তবে হিরো আইএসএলে না হারাতে পারলেও, ডুরান্ড কাপের কিন্তু মুম্বইয়ে বিরুদ্ধে সাফল্য পেয়েছে ইস্টবেঙ্গল। এই বছরের ডুরান্ড কাপের গ্রুপ লিগের ম্যাচে লাল-হলুদ বাহিনী ৪-৩-এ হারিয়েছিল মুম্বই সিটি এফসি-কে। ক্লেটন সিলভা এবং সুমিত পাসি দু’টি করে গোল করেছিলেন। যদিও সেই ফলকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। তাঁর দাবি, ‘ওটা ছিল দুই দলেরই প্রস্তুতির সময়। কোনও দলই তাদের আসল মেজাজে ছিল না। তাই ওই ফলকে না ধরাই ভালো।’
আরও পড়ুন: মুম্বই অনেক খরচ করে দল করেছে, ভালো খেলছেও- MFC ম্যাচের আগে হতাশা উগরালেন EB কোচ
কিন্তু দলের স্প্যানিশ ডিফেন্ডার তথা অধিনায়ক ইভান গঞ্জালেজ সেই ম্যাচের ফল থেকে আত্মবিশ্বাস নিতে চান। শুক্রবার ঘরের মাঠে ফের মুম্বইয়ের মুখোমুখি হওয়ার আগে ক্লাবের মিডিয়া টিমকে তিনি বলেছেন, ‘ডুরান্ড কাপে মুম্বইয়ের বিরুদ্ধে জয় আমাদের আত্মবিশ্বাস জোগাবে। কলকাতায় আসার কয়েক দিনের মধ্যেই ওদের হারিয়েছিলাম আমরা। একবার যখন হারিয়েছি, আবারও ওদের হারাতে পারি। শুক্রবারের ম্যাচে সেই আত্মবিশ্বাস আমাদের সঙ্গে থাকবে।’
তবে ডুরান্ড কাপের রানার্স হওয়ার পর থেকে মুম্বই সিটি এফসি একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। তাই আইএসএলে এখন তাদের হারানো বেশ কঠিন বিষয়। চলতি লিগে তারাই একমাত্র দল, যারা এখনও একটি ম্যাচেও হারেনি। শীর্ষে থাকা হায়দরাবাদ তাও দু’টি ম্যাচ হেরেছে। কিন্তু মুম্বই সিটি এফসি-কে দমাতে পারেনি কেউই। ছ’টি জয় ও তিনটি ড্র-সহ তারা এখন হায়দরাবাদের চেয়ে এক পয়েন্ট পিছনে। যদিও একটি ম্যাচ কম খেলেছে তারা। শুক্রবার জিততে পারলে ফের এক নম্বরে উঠবে মুম্বই।
আইএলএল তালিকায় দুই দলের অবস্থান
মুম্বই সিটি এফসি এখনও আইএসএলে অপরাজিত রয়েছে। ৯ ম্যাচ খেলে তারা ৬টিতে জিতেছে। ৩টি ম্যাচ ড্র করেছে। কোনও ম্যাচ তারা হারেনি। ২১ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দুইয়ে রয়েছে মুম্বই। ইস্টবেঙ্গলকে হারালেই তারা শীর্ষে উঠে আসবে।
ইস্টবেঙ্গল আবার ৯ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জিতেছে। ৬টি ম্যাচ হেরেছে। ৯ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ তালিকার ৮ নম্বরে।
আরও পড়ুন: ওড়িশার বিরুদ্ধে ৭ জনকে নিয়ে মাঠে নেমেছি, হুগোকে ঝুঁকি নিয়ে খেলিয়েছি- ফেরান্দো
তাই এ দিন দুই ও আট নম্বরের মধ্যে লড়াইটা একপেশে হওয়ার সম্ভাবনা বেশি। তার উপর আবার ইস্টবেঙ্গল এফসি-র ঘরের মাঠের ফল খুবই খারাপ। যুবভারতী ক্রীড়াঙ্গনে চারটি ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে তারা। ঘরের মাঠে মরশুমের প্রথম জয়টা তারা মুম্বই সিটি এফসি-র মতো দলের বিরুদ্ধে পেলে, তা হবে একটি বড় অঘটন।
দ্বৈরথের ইতিহাস
আইএসএলে ইস্টবেঙ্গল এবং মুম্বই সিটি এফসি মোট চার বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে তিন বার জিতেছে মুম্বই সিটি এফসি। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের এই চার বারের দেখা হওয়ায় মাত্র পাঁচটি গোল হয়েছে এবং পাঁচটি গোলই দিয়েছে মুম্বই।
For all the latest Sports News Click Here