ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের জন্য ২০ জন ক্রিকেটারকে চিহ্নিত করল BCCI
আইসিসি ইভেন্টে টিম ইন্ডিয়ার ধারাবাহিক ব্যর্থতার দিকে তাকিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিসিসিআই। বছরের শেষ দিকে ভারতেই অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ। বছরের প্রথম দিনেই বিশ্বকাপের জন্য রূপরেখা নির্ধারণ করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
রবিবার মুম্বইয়ে রিভিউ মিটিংয়ে মিলিত হন বিসিসিআই কর্তা ও টিম ম্যানেজমেন্টের প্রতিনিধিরা। সেখানেই বেশ কিছু বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে অন্যতম হল ওয়ান ডে বিশ্বকাপে অংশ নিতে পারেন, এমন ২০ জন ক্রিকেটারের একটা পুল বেছে নেওয়া।
বিসিসিআই ২০ জন ক্রিকেটারকে চিহ্নিত করেছে, অক্টোবর-নভেম্বরের ওয়ান ডে বিশ্বকাপের আগে পর্যন্ত যাঁদের ঘুরিয়ে ফিরিয়ে মাঠে নামানো হবে। বৈঠকের পরে এমনটাই জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ।
একাধিক সুবিধার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এর ফলে ক্রিকেটারদের ওয়ার্ক লোড যেমন ম্যানেজ করা যাবে। ঠিক তেমনই বিশ্বকাপের যথাযথ কম্বিনেশন খুঁজে পেতেও অসুবিধা হবে না। প্রাথমিক পুলে থাকা ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে সুযোগ পাওয়ার বাড়তি তাগিদ চোখে পড়তে পারে। অর্থাৎ, নিজেদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতাও দেখা যাবে ক্রিকেটারদের মধ্যে। যদিও কারা রয়েছেন ২০ জনের তালিকায়, তা স্পষ্ট করেননি বোর্ড সচিব।
মুম্বইয়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি, বোর্ড সচিব জয় শাহ, টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়, ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ ও নির্বাচক প্রধান চেতন শর্মা। হাই-প্রোফাইল রিভিউ মিটিং যে নিছক টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার ময়নাতদন্ত নয়, সেটা বোঝা যায় বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলির দিকে তাকালেই।
বৈঠকে স্থির হয় যে, ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেট খেলার পরে তবেই উঠতি খেলোয়াড়রা জাতীয় দলে নির্বাচিত হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। যার অর্থ, হঠাৎ করে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে চমক দেখিয়ে আর জাতীয় দলে ঢুকে পড়া যাবে না। এর ফলে রঞ্জি, বিজয় হাজারে, মুস্তাক আলি ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্টের গুরুত্ব আরও বাড়বে সন্দেহ নেই।
ভারতীয় দলে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে ইয়ো ইয়ো টেস্টে পাশ করা এবার থেকে বাধ্যতামূলক হয়ে দাঁড়াচ্ছে। জাতীয় ক্রিকেটারদের ফিটনেসের মান যাইয়ের ক্ষেত্রে ইয়ো ইয়ো টেস্টের প্রচলন আগেও ছিল। এবার ডেক্সা টেস্টের বিষয়টি জুড়ে দেওয়া হল সেই সঙ্গে। এক্স-রের মাধ্যমে হাড়ের ক্ষমতা (ঘনত্ব) যাচাইয়ের পরে তবেই জাতীয় দলে ক্রিকেটারদের জায়গা করে দেওয়া হবে।
For all the latest Sports News Click Here