ঘরের মাঠে আন্তর্জাতিক টি-২০তে দ্বিতীয় সর্বাধিক রানে হেরে লজ্জার নজির ইংল্যান্ডের
শুভব্রত মুখার্জি: সামনেই টি-২০ বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়ার মাটিতে। তার আগে নিজেদের দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড দল। তিন ম্যাচের এই সিরিজ শনিবারেই তারা হেরে গিয়েছে। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজের ফল এখন ২-০ হয়েছে। তবে জোস বাটলারদের যন্ত্রনার এখানেই শেষ নয়। দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের পরপর দুই ম্যাচে তারা সর্বাধিক রানের ব্যবধানে হেরেছে। ফলে হারের লজ্জার নজির গড়েছে বাটলারের ইংল্যান্ড দল।
আরও পড়ুন… ইংল্যান্ডে চলছে ভুবির ম্যাজিক, রয়-বাটলারকে ফিরিয়ে একাধিক রেকর্ড গড়লেন ভুবনেশ্বর
পুরুষ টি-২০ তে ইংল্যান্ড দল ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে প্রথম ম্যাচে হারে ৫০ রানের বড় ব্যবধানে। যা তাদের টি-২০ ইতিহাসে ঘরের মাঠে সর্বাধিক রানের ব্যবধানে হারের নজির। আর শনিবার তারা হারল ৪৯ রানের ব্যবধানে। যা দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে হারের নজির। এই সিরিজের আগে যে লজ্জার নজির ছিল অজিদের বিরুদ্ধে। ২০১৩ সালে অজিদের বিপক্ষে ৩৯ রানে হেরেছিল ইংল্যান্ড দল।
আরও পড়ুন… ইংল্যান্ডে চলছে ভুবির ম্যাজিক, রয়-বাটলারকে ফিরিয়ে একাধিক রেকর্ড গড়লেন ভুবনেশ্বর
শনিবার প্রথমে ব্যাট করে ভারতীয় দল তাদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছিল। ২৯ বলে ৪৬ রানের অপরাজিত এক দুরন্ত ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। এছাড়াও রোহিত শর্মা করেন ৩১ রান। ঋষভ পন্ত ১৫ বলে ২৬ রানের একটি মারকাটারি ইনিংস খেলেন। ইংল্যান্ডের হয়ে দুরন্ত বোলিং করেন গ্লিসন। ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ টি উইকেট। জর্ডন ২৭ রান দিয়ে নেন ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ২১ বলে ৩৫ রান করেন মইন আলি। ২২ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন ডেভিড উইলি। ৩ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি।
For all the latest Sports News Click Here