ঘরের মাঠেই হার পিএসজির, দর্শকদের কটাক্ষের শিকার লিওনেল মেসি!
শুভব্রত মুখার্জি: সময়টা একেবারে ভালো যাচ্ছে না ফরাসি ক্লাব পিএসজির। ঘরোয়া লিগে শেষ কয়েকটি ম্যাচে তাদের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। এবার গতবারের চ্যাম্পিয়নদেরকে তাদের ঘরের মাঠেই হারিয়ে দিয়েছে লিঁও। ফলে জমে গিয়েছে লিগা ওয়ান। লিওনেল মেসি- কিলিয়ান এমবাপেদের মতন বিশ্বসেরা ফুটবলারদের উপস্থিতি সত্ত্বেও এই হারে একেবারেই খুশি নয় সমর্থকরা। আর এবার তাদের রোষের কবলে পড়তে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন মেসিকে।দর্শকদের কটাক্ষের শিকার হতে হয়েছৈ তাঁকে। বিষয়টি নিয়ে খুশি নন পিএসজির হেড কোচ ক্রিস্তফ গালতিয়েরও।
প্রসঙ্গত কয়েকদিন আগেই আন্তর্জাতিক ফুটবলের বিরতির সময় আর্জেন্তিনার হয়ে খেলতে গিয়েছিলেন লিওনেল মেসি। সেই মধুর অভিজ্ঞতার পরে এবার ক্লাবে ফিরে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। পিএসজি তারকাকে কটাক্ষের শিকার হতে হয়েছে নিজ দলের সমর্থকদের কাছেই। তাদের এমন আচরণ খুবই দুঃখজনক বলে মনে করছেন দলের কোচ ক্রিস্তফ গালতিয়ের। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে। লিগ ওয়ানে তারা হেরে গেল টানা দু ম্যাচ। তাও আবার দুটিই ঘরের মাঠের ম্যাচে হারতে হয়েছে। তারা তাদের শেষ ম্যাচটি রবিবার লিওর বিপক্ষে ১-০ গোলে হেরেছে। তারপরেই দর্শকদের রাগ গিয়ে পড়ে মেসির উপরে।
আন্তর্জাতিক বিরতির পর এটিই ছিল পিএসজির প্রথম ম্যাচ ছিল। লিগ ওয়ানে নিজের ৫০তম ম্যাচ খেলতে নেমে সমর্থকদের থেকে চরম কটাক্ষ শুনতে হল মেসিকে। বিশ্বকাপ জয়ী তারকার প্রতি সমর্থকদের এমন আচরণ একেবারেই মেনে নিতে পারছেন না গালতিয়ের। তার মতে ‘লিও মেসিকে কটাক্ষ করাটা খুবই দুঃখজনক। লিও এমন একজন ফুটবলার, যে দলকে অনেক কিছু দেয়। সে মরশুমের প্রথম অংশে দলকে অনেক দিয়েছে।’ পিএজির এই হারের পর দ্বিতীয় স্থানে থাকা লঁসের সঙ্গে পিএসজির ব্যবধান কমে দাঁড়াল ৬ পয়েন্টের। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি।
For all the latest Sports News Click Here