‘ঘরের টাকা ঘরেই ঢুকছে!’, দেব ব্যোমকেশের সত্যবতী সেই রুক্মিণীই, চটল নেটিজেনরা
দেবের ব্যোমকেশ হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছিল দর্শকদের মধ্যে থেকে। সোশ্যাল মিডিয়ায় থাকা দেবের ভক্তরা যেমন এই কালজয়ী সত্যান্বেষীর চরিত্রে ব্যোমকেশকে দেখতে পাওয়া নিয়ে উৎসাহ দেখিয়েছিল, তেমন আরেকটা অংশের মত ছিল দেব নিজের প্রযোজনা সংস্থা আর টাকার জেরে এমন একটা কাজ হাতে নিয়েছেন। ব্যোমকেশ হিসেবে তাঁকে কখনোই মানাবে না।
তবে এসবের মাঝেই সত্যবতী কে হবে তা নিয়েও আলোচনা চলছিল। মৌনি রায়ের নাম উঠে এলেও, অভিনেত্রী সাফ জানিয়ে দেন সে রটনা ভুল। আর তারপর থেকে দেবের তরফে কোনও উচ্চবাচ্য না আসায় অনেকেই ধরে নিয়েছিলেন রুক্মিণীই হবেন সত্যবতী। টলিপাড়ার অন্দরেও সেরকম খবরই কানে আসছিল। জানা যাচ্ছিল লুক টেস্টও দিয়ে ফেলেছেন। আর এই ধারণা যে আসলে সত্যি তা প্রমাণ হল বুধবার রাতে। সোশ্যাল মিডিয়ায় ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র মহরতের ছবি দিলেন তৃণমূলের সাংসদ পাশে বান্ধবীকে নিয়ে। লিখলেন, ‘মুহরত হয়ে গেল। আমরা ফ্লোরে যাব পরশুদিন।’
আর রুক্মিণী সেই একই ছবি শেয়ার করে লিখলেন, ‘এই টিমের অংশ হতে পেরে উৎফুল্ল। ব্যোমকেশ ও দুর্গ রহস্যে সত্যবতীর চরিত্রে।’
মহরতে দেবকে দেখা গিয়ে নীল পাঞ্জাবিতে। আর অভিনেত্রী পরেছেন হলুদ চুড়িদার । দু’জনের মুখেই চওড়া হাসি। ছবিতে দেখা মিলল পরিচালক বিরসা দাশগুপ্তরও। এর আগে অরিন্দম শীল, অঞ্জন দত্ত, সায়ন্তন ঘোষাল প্রমুখের পরিচালনায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা চরিত্রটি এসেছে সেলুলয়েডে। ব্যোমকেশ হয়েছেন উত্তম কুমার থেকে আবীর, অনির্বাণ ভট্টাচার্যের মতো একাধিক অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় দেবের পোস্টে অনেকেই তাঁর সমালচনা করলেন সত্যবতীর চরিত্রে বান্ধবীকেই সুযোগ দেওয়ার কারণে। একজন লিখলেন, ‘আমার মনে হয় তুমি রুক্মিণীকে নিয়ে অবসেসড। আর কাউকে তাই দেখতেই পাও না। একটুও মানাবে না।’ আরেকজন লিখলেন, ‘ঘরের টাকা ঘরে ঢুকছে তাই আর অন্য নায়িকা কে নিয়ে কি লাভ! ভালোই আইডিয়া।’ তৃতীয়জনের মন্তব্য, ‘সেই রুক্মিণী… তাও যদি ভালো অ্যাক্টিং করত। আর মেয়ে নেই নাকি টলিউডে।’
দেব রুক্মিণীর জুটি চ্যাম্প, ককপিট, কবীর, কিডন্যাপ, পাসওয়ার্ড, কিশমিশের মতো একাধিক ছবি উপহার দিয়েছে। খবর মিলছে অগস্টেই মুক্তি পাবে এই সিনেমা। সেই হিসেবে হয়তো আগে শ্যুট শেষ হওয়া ‘বাঘাযতীন’ আসবে দুর্গ রহস্যের পর। তবে এসবই শোনা খবর। এখন দেখার প্রযোজক হিসেবে দেব কী সিদ্ধান্ত নেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here