ঘরের ছেলে ঋদ্ধি পর করলেও, শামির হোমগ্রাউন্ড ইডেনই, সোজা কথায় বোঝালেন তারকা বোলার
মঙ্গলবার (২৪ মে) আইপিএলের কোয়ালিফায়ার ১-এ ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে গুজরাট টাইটানস। এই ম্যাচে গুজরাটের হয়ে খেলতে দেখা যাবে বাংলার দুই খেলোয়াড় মহম্মদ শামি এবং ঋদ্ধিমান সাহাকে। ম্যাচের আগে ঋদ্ধি ইডেনকে নিজের ‘হোমগ্রাউন্ড’ হিসাবে মানতে না চাইলেও, শামির গলায় অন্য সুর।
অন্য দলের হয়ে ইডেনে কোয়ালিফায়ার খেলতে নামবেন বলেই ইডেনকে নিজের ‘হোমগ্রাউন্ড’ হিসাবে দেখছেন না বলে জানান ঋদ্ধি। তবে ইডেন যে তাঁর ঘরের মাঠ, তা সোজা ভাষায়ই বুঝিয়ে দিলেন শামি। নিজের ঘরের মাঠে দর্শকদের সামনে খেলতে উচ্ছ্বসিত শামি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘যেখানে কোনও খেলোয়াড় নিজের অভিষেক ঘটিয়েছেন, সেখানে খেলতে আসাটা সবসময়ই বিশেষ অনুভূতির। আর তা যদি নিজের শহর, নিজের ঘরের মাঠ হয়, তাহলে তো কথাই নেই। আমি দেশের অনেক মাঠেই খেলেছি। তবে ইডেনে দর্শকরা যখন সমর্থনে গলা ফাটায়, তখন তার মজাটাই আলাদা।’
নিজের পরিচিত পরিবেশে চেনা মাঠে খেলাটা যে সুবিধার, তা একবাক্যে মেনে নিচ্ছেন শামি। ‘ঘরের মাঠে খেলার অনুভূতিটা বাকি সবের থেকে অনেকটাই আলাদা। টি-টোয়েন্টিতে চেনা পরিবেশে খেলাটা খুব বেশি পার্থক্য গড়ে না। তবে ঘরের মাঠের আকার আয়তন, কোণ, দর্শকদের সমর্থন এই বিষয়ে অবগত হওয়াটা একটু সুবিধাজনক তো বটেই।’ বলে মনে করছেন তারকা বোলার। শামি ১৮ উইকেট নিয়ে এই মরশুমে গুজরাটের সর্বোচ্চ উইকেটশিকারী। কোয়ালিফায়ার ১-এ রাজস্থান ব্যাটারদের কুপোকাত করতে আবারও গুজরাটের ভরসা কিন্তু শামিই।
For all the latest Sports News Click Here