‘ঘরভাঙানি’ কটাক্ষে জেরবার,বান্ধবীর বরকে হাতিয়ে নিয়েছেন হনসিকা? জবাব নায়িকার
বলিউডের পরিচিত নাম হলেও মূলত দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই দাপটের সঙ্গে কাজ করেন হনসিকা মোতওয়ানি। গত বছরের শেষে সাত পাক ঘুরেছিলেন ‘কোই মিল গ্যয়া’-র ছোট্ট টিনা। বিয়ের আগেই জানা গিয়েছিল ডিজনি প্লাস হটস্টারে রিয়ালিটি শো হিসাবে দেখা যাবে হনসিকার বিয়ে। অবশেষে শুক্রবার মুক্তি পেয়েছে হনসিকার ‘লাভ শাদি ড্রামা’। এই রিয়ালিটি শো-তে হনসিকা ও সোহেলের বিয়ের প্রস্তুতি ও অনুষ্ঠানের নানান মুহূর্ত তো ধরাই পড়েছে। পাশাপাশি বিয়ে ঘিরে তৈরি বিতর্কের জবাবও দিয়েছেন নায়িকা
সোহেল কাঠুরিয়ার সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি হনসিকার। সোহেল তাঁর বিজনেস পার্টনারও। ২০২০ সালে হনসিকার সঙ্গে হাত মিলিয়ে সোহেল একটি অনুষ্ঠান আয়োজনকারী সংস্থার প্রতিষ্ঠা করেছিলেন। আশ্চর্যের বিষয় হল সোহেলের প্রথম বিয়েতে হাজির ছিলেন হনসিকা। বিয়ের অনুষ্ঠানে তাঁকে জমিয়ে নাচতেও দেখা গিয়েছে। তাই গত নভেম্বরে সোহেলের সঙ্গে বাগদানের ঘোষণার পর থেকেই একের পর এক অভিযোগের তির উঠেছে হনসিকার দিকে।
সেইসময় লেখালিখি শুরু হয়, কেনভাবে ছেলেবেলার বান্ধবী রিঙ্কির ঘর ভেঙে তাঁর বরকে হাতিয়ে নিয়েছেন হনসিকা। সোহেল-রিঙ্কির বিয়ে ভাঙার জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয় হনসিকাকে। ‘ঘরভাঙানি’ তকমা সেঁটে দেওয়া হয় হনসিকার নামের পাশে। ‘লাভ শাদি ড্রামা’র প্রথম এপিসোডের শেষের দিকে এই বিষয়টি নিয়ে মুখ খোলেন সোহেল এবং হনসিকা। সোহেল বলেন, ‘যখন জানাজানি হয় যে আমি বিবাহিত ছিলাম, সেটাকে লোকজন ভুলভাবে গ্রহণ করে। লোকে ভাবতে শুরু করে আমার আর রিঙ্কির সম্পর্ক ভেঙেছে হনসিকার জন্য, যা একদম ভুল এবং ভিত্তিহীন’।
হনসিকাকে বলতে শোনা গেল, ‘আমি ওই মানুষটাকে আগেও চিনতাম, এটা আমার ভুল হতে পারে না। আমার সঙ্গে ওদের বিচ্ছেদের কোনও যোগ নেই। আমি একজন পাবলিক ফিগার বলে লোকে যা খুশি তাই আমার নামে বলতে পারে। আমাকে ভিলেন বানানো খুব সহজ হয়ে যায়। সেলিব্রিটি হওয়ার হয়ত এই মূল্য চোকাতে হয়’।
বউয়ের সমর্থনে সোহেল আরও বলেন, ‘আমার প্রথম বিয়ে হয়েছিল ২০১৪ সালে, খুব অল্প সময় টিকেছিল ওই বিয়ে। আমরা বন্ধু ছিলাম, কিছু মানুষের নজরে চলে আসে ব্যাপারটা। আমার বিয়েতে হনসিকার ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়ে যায়, তারপরই যত কাণ্ড’।
গত ৪ঠা ডিসেম্বর ৪৫০ বছরের পুরনো জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে ডেস্টিনেশন ওয়েডিং সেরেছেন হনসিকা-সোহেল। বিতর্ক সঙ্গে নিয়েই নতুন জীবন দারুন এনজয় করছেন হনসিকা।
For all the latest entertainment News Click Here