ঘন্টার পর ঘন্টা বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকত এক খুদে ফ্যান, যা করেছিলেন প্রিয়াঙ্কা
ভারতের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। প্রাক্তন বিশ্ব সুন্দরীর ফ্যান সংখ্যা অগুণতি। দেশে-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর গুণমুগ্ধ প্রশংসকরা। আপতত স্থায়ীভাবে মার্কিন মুলুক নিবাসী ‘দেশি গার্ল’।স্বামী নিক জোনাসের সঙ্গে লস অ্যাঞ্জেলসে সংসার পেতেছেন নায়িকা। সম্প্রতি এক সাক্ষাত্কারে এক ভারতীয় ভক্তের কথা ফাঁস করেছেন প্রিয়াঙ্কা, যার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলেন অভিনেত্রী।
অভিনেত্রী জানান, শুরুটা হয়েছিল ‘ভয়ঙ্কর’ কিন্তু ধীরে ধীরে সেটা একটা ‘মিষ্টি অভিজ্ঞতা’ হয়ে দাঁড়ায়। ব্রিটিশ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে এই ‘উদ্ভট মুহূর্ত’-এর কথা বলতে গিয়ে পিগি চপস জানান, ‘ওটা শুধু উদ্ভট ছিল না ভয়ঙ্কর ছিল। সেই বাচ্চাটা… যখন আমি মুম্বইতে থাকতাম, সে একটা বোর্ডিং স্কুলে পড়ত এবং সম্ভবত ক্লাস সিক্সে পড়ত। সপ্তাহন্তে ও স্কুলে জানাত যে ও পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছে। আর তারপর পরিবারকে জানাত যে বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছে কিন্তু আসলে আমার অ্যাপার্টমেন্টের বাইরে এসে বসে থাকত… ভাবুন ক্লাস সিক্সের একটা বাচ্চা!’ প্রিয়াঙ্কা যোগ করেন, ‘একবার ভাবুন… ওই খুদে ঘন্টার পর ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকত এই আশা নিয়ে যে কখন আমার গাড়িটা ওখানে আসবে। এরপর একদিন আমাকে সিকিউরিটি থেকে ফোন করেছিল এবং জানায়, এই বাচ্চাটা গত ৩-৪ সপ্তাহ ধরে ঠায় দাঁড়িয়ে রয়েছে…. তখন আমি ঘটনাটা জানতে পারি। এরপর একদিন আমি বাড়িতেই ছিলাম এবং আমি ওকে উপরে ডেকে কথা বলি’।
সেই ভক্তকে কী বলেছিলেন অভিনেত্রী? প্রিয়াঙ্কা মুচকি হেসে জানান, ‘ও বলল যে বড় হয়ে আমার মতো হতে চায়। ও আমার সঙ্গে সময় কাটাতে চায়। ওর মনে হয়েছিল আমার সঙ্গে সময় কাটাতে ওর ভালো লাগবে। এটা আমার খুব ভালো লেগেছিল যে সিনেমার পর্দায় বা টেলিভিশন ইন্টারভিউতে আমায় দেখে ওর মনে হয়েছে যে আমি ও ভালো বন্ধু হব। তাই আমি ঠিক করলাম ওর সঙ্গে বন্ধুত্বটা করেই ফেলি। এরপর আমি ওর বাবা-মা’কে ফোন করে জানাই ও আমার সঙ্গে আছে, একদম সুরক্ষিত রয়েছে। এরপর ওকে স্কুলে ফেরত পাঠাই, তবে তারপর থেকে ওর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল, এটা হয়ত পাগলামিতে ভরা ফ্যান ইনসিডেন্ট নয়, তবে মিষ্টি একটা’।
সদ্যই মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত হলিউড ছবি ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন’। দীর্ঘদিন বলিউডের পর্দা থেকে গায়েব রয়েছেন প্রিয়াঙ্কা, খুব শীঘ্রই ‘ জি লে জারা’ ছবির সঙ্গে কামব্যাক করবেন ‘দেশি গার্ল’। ফারহান আখতার পরিচালিত এই ছবিতে আলিয়া ও ক্যাটরিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী।
For all the latest entertainment News Click Here